আমাদের কথা খুঁজে নিন

   

কে এই তুহিন মালিক!

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন আসন্ন এমন হাওয়া এখন সারা শহরজুড়ে। পোস্টার, বিলবোর্ড ও দেয়াল লিখনের ছড়াছড়িই এনে দিয়েছে এই আমেজ। সিটি কর্পোরেশন দুই ভাগ করার পর শহরে মেয়র প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন সম্ভাব্য তিন প্রার্থী। এদের মধ্যে আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য হিসেবে হাজী সেলিমকে নগরবাসী প্রায় সকলেই চেনেন। ঢাকা সিটির প্রয়াত মেয়র হানিফের ছেলে হিসেবে সাঈদ খোকনেরও রয়েছে যথেষ্ট পরিচিতি।

কিন্তু এর পাশাপাশি সর্বত্র দেখা যাচ্ছে আরেকটি নাম। ডক্টর তুহিন মালিক। সারা নগরবাসীর মুখে এখন একটাই প্রশ্ন কে এই তুহিন মালিক? তুহিন মালিক ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগ হবার পরে আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে প্রথম জনসম্মুখে এলেন, বিষয়টি এমন নয়। সেই ২০০৭ সাল থেকে নিজের নাম আর ছবিসহ নানা সচেতনতামূলক পোস্টারিং ও দেয়াল লিখন করে আসছেন তিনি। সিটি কর্পোরেশন ভাগ হবার পর তার প্রচারণায় পেয়েছে ভিন্ন মাত্রা।

নিজেকে দাবি করছেন ‘সৎ ও যোগ্য মেয়র প্রার্থী’ হিসেবে। তুহিনের ‘ঢাকায় বাঁচতে ঢাকাকে বাঁচাতে’ শীর্ষক প্রচারণা তার সম্পর্কে নগরবাসীকে উৎসুক করে তুলেছে। তুহিন মালিকের পোস্টার-বিলবোর্ডগুলোতে যেভাবে নিজের ঢোল নিজে পেটাচ্ছেন এ নিয়েও নগরবাসীর মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পুরান ঢাকার অধিবাসী ইমাম হোসেন বলেন, ‘পোস্টার পড়রে মনে হয় উনি অনেক বড় কেউ। কিন্তু এতদিন তো কোথাও তার নাম শুনি নাই।

হঠাৎ করে তিনি নিজেকে এত বড় করে মানুষের সামনে যেভাবে আসছেন, তাতে মনে হচ্ছে, ক্ষমতার রাজনীতিতে নতুন একটা নাম যোগ হতে চলেছে। ’ ঢাকার মেয়র হতে আগ্রহী তুহিন মালিকের হাজী সেলিম বা সাঈদ খোকনের মতো কোনো দলীয় রাজনৈতিক পরিচয় নেই। জানা গেছে, প্রায় দুই দশক যাবৎ সুপ্রিম কোর্টে তিনি আইন পেশায় রয়েছেন। মালিক ল’ অ্যাসোসিয়েটস এর প্রতিষ্ঠাতা। তুহিন মালিক পুরান ঢাকার অধিবাসী।

জন্মের পর তার শৈশব ও বেড়ে ওঠা ওখানেই। উর্দু রোডে ছিল তাদের বাসা। তার বাবা অ্যাডভোকেট ফজলুর রহমান। তুহিনের শিক্ষাজীবন শুরু আরমানিটোলা স্কুলে । স্নাতক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে।

ব্রিটেনের অ্যাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইনে স্নাতকোত্তর পড়াশোনা করেন। পিএইচডি ডিগ্রি লাভ করেছেন আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে। পড়া শেষে দেশে ফিরে আইন পেশায় নিয়োজিত হন। এর মধ্যে তিনি কাজ করেছেন বিভিন্ন শাখায়। তেজগাঁও ল’ কলেজের অধ্যক্ষ ছিলেন অনেক দিন।

ব্যবসায়ী হিসেবে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একজন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে আইন নিয়ে বেশ কয়েকটি বইও লিখেছেন। রাজনীতিতে আসা কিংবা সংগঠক হিসেবে তার কাজ শুরু হয় বৃহত্তর ঢাকা যুব ফোরাম গঠন করার মাধ্যমে। এখন তিনি ওল্ড ঢাকা কমিউনিটির সভাপতিত্ব করছেন। জড়িত আছেন বাংলাদেশ আইন সমিতি, ঢাকা সমিতি ও গুলশান সোসাইটির সঙ্গে।

কেমন হবে তুহিনের ঢাকা তুহিন মালিক সম্ভাব্য মেয়র প্রার্থী হচ্ছেন ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণ অংশ থেকে। নিজের পরিচয়ের ক্ষেত্রে তিনি ব্যবহার করছেন ‘সম্মিলিত নাগরিক কমিটি’র ব্যানার। কমিটিতে কারা আছে এমন প্রশ্ন করা হলে তুহিন মালিক বলেন, ‘সুশীল সমাজ, আইনজীবী, পুরান ঢাকার প্রখ্যাত অনেক ব্যক্তিত্ব, বাণিজ্যিকসহ বিভিন্ন সংগঠনের নেতাদের সমন্বয়ে তৈরি হয়েছে সম্মিলিত নাগরিক কমিটি। কমিটিতে কারা আছেন তাদের নাম আমি এখনই বলব না। এটা সংবাদ সম্মেলন করে নগরবাসীকে জানানো হবে।

’ তুহিন মালিকের কথা থেকেই স্পষ্ট যে আসলে এই সম্মিলিত নাগরিক কমিটি একটি ভুঁইফোড় সংস্থা। উল্লেখযোগ্য কেউ এই কমিটিতে নেই। যাদের ঢাকাবাসী চেনে। নির্বাচনী তফসিল ঘোষণার আগে এভাবে নির্বাচনী প্রচারণা চালানো বেআইনি। এ বিষয়ে প্রশ্ন করা হলে তুহিন মালিক বলেন, ‘এ বিষয়ে আমাকে নির্বাচন কমিশন বা অন্য কোনো সংস্থা থেকে কিছু জানানো হয়নি।

’ ‘ঢাকাকে তিন বছরে দক্ষিণ এশিয়ার মডেল টাউনে পরিণত করব’ প্রতিশ্রুতি দিয়ে তুহিন মালিক বলেন, ‘দেশে অধিকাংশ ক্ষেত্রেই সৎ, যোগ্য প্রার্থী বা জনপ্রতিনিধির অভাব। এজন্য কোথাও কাঙ্খিত উন্নয়ন হচ্ছে না। প্রয়োজন ভোটারদের সচেতনতা। আমি মনে করি, রাজধানীবাসী এখন অনেক সচেতন। নারায়ণগঞ্জ, কুমিল্লা ও নরসিংদীর নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী বেছে নিয়েছে।

আগামী নির্বাচনে ঢাকাবাসীও সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবে। ’ ব্যক্তিগতভাবে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের ভক্ত তুহিন মালিক বেসরকারিকরণে বিশ্বাসী। রাস্তা-ঘাট, ফ্লাইওভার, ওভারব্রীজ ও পানি নিষ্কাশনসহ সব সমস্যা সমাধানের চেষ্টা করতে চান দেশি-বিদেশি বিভিন্ন সরকারি-বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায়। তার মতে, প্রতিটি জায়গায় অধিকাংশ জনপ্রতিনিধিদের দুর্নীতি, টেন্ডারবাজি, ঠিকাদারি বাণিজ্য ও স্বার্থপরতায় মানুষ এখন অতিষ্ঠ। নতুন প্রজন্মের নতুন সিদ্ধান্তই তাকে জয় এনে দেবে বলে তিনি আশাবাদী।

http://www.shaptahik.com/v2/?DetailsId=6617 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।