ভালোবাসি ফুল, চাঁদ, শিশু আর বাংলাদেশ। রাজাকার-মৌলবাদীরা ১০০ হাত দূরে থাকুন। বিশেষ মতিবেদক
গত সোমবার ঢাকায় আয়োজিত বৃহত্তর জামায়াতে ইসলামীর মহা সমাবেশের আশে পাশে সকল ভাতের হোটেল বন্ধ করে দিয়েছিল পুলিশ। আর সেই সুযোগ কাজে লাগাতে ভেনে করে তেহারি ও বিরিয়ানী বিক্রি করতে উপস্থিত হয়েছিলেন তেহারী বেবসায়ী ফরহাদ।
হাফ প্লেট একশত টাকা ও ফুল প্লেট দুইশত টাকা দরে বিক্রি করে বিপুল পরিমান অর্থ উপার্জন করেন ফরহাদ।
লাভও মন্দ হয়নি। কিন্তু লাভের টাকা ঘরে তুলতে পারেননি তিনি।
ফরহাদ মতিবেদকের কাছে নাম প্রকাশ না করার শর্তে বলেন, মহা সমাবেশ যখন শেষ হয়, তখনই তার মোবাইলে একটা ফোন আসে লন্ডন থেকে। অপর প্রান্ত থেকে একজন অত্যন্ত প্রভাবশালী বেক্তি বলেন, ইনকাম যা করছস তার উপর টেন পারসেন্ট টেক্স দিবি। নাইলে জানে মাইরা ফালামু।
ফরহাদ ঐ প্রভাবশালী বেক্তির পরিচয় সম্পর্কে নিঃসন্দেহ হয়ে আয়ের দশ শতাংশ গুনে গুনে তুলে দেন বৃহত্তর জামায়াতে ইসলামীর বিএনপি শাখার এক নেতার হাতে।
কিন্তু তার পরও নীস্কৃতি পাননি তিনি। বাড়ি ফেরার পথে তার মোবাইলে আবার ফোন আসে। এবার বেংকক থেকে। অপর প্রান্ত থেকে আরেকজন অত্যন্ত প্রভাবশালী বেক্তি বলেন, শুনলাম তুই অনেক টেকা ইনকাম করছস।
বড় ভাইরে টেন পারসেন্ট দিছস। আমারেও টেন পারসেন্ট দিবি। নাইলে জানে মাইরা ফালামু।
ফরহাদ দ্বীতিয় প্রভাবশালী বেক্তির পরিচয় সম্পর্কে নিঃসন্দেহ হয়ে তার অবশিষ্ট টাকা থেকে আয়ের দশ শতাংশ গুনে গুনে তুলে দেন বৃহত্তর জামায়াতে ইসলামীর বিএনপি শাখার আরেক নেতার হাতে।
অপরদিকে প্লাষ্টিকের ধানের শীষ বিক্রেতা শফিউলও মতিবেদকের কাছে প্রায় হুবহু একই অভিজ্ঞতা বর্ননা করেন।
শফিউল বলেন, লন্ডন আর বেংকক থিকা দুইজন ফোন দিছিল। কয় টেন পারসেন্ট দিবি নাইলে জানে মাইরা ফালামু।
ফরহাদ ও শফিউল ক্ষোভ প্রকাশ করে বলেন, খেলার সাথে রাজনীতি মিশান যেমন ঠিক নয়, খাওয়ার সাথেও তেমনি রাজনীতি মিশান ঠিক নয়।
পরিবারের সদস্যদের কাছে এই নিরব চাদাবাজির কথা প্রকাশ করেছেন কি না জানতে চাইলে ফরহাদ বলেন, কইছি টেন পারসেন্ট তেহারি কুত্তায় খাইয়া গেছে।
সূত্র: মতিকণ্ঠ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।