আমাদের কথা খুঁজে নিন

   

সময় এসেছে বিশ্বকে জানানোর।

জীবনকে এমন ভাবে সাজান যেন আপনার ব্যক্তিগত ডায়েরীটা কখনো লুকাতে না হয়। এশিয়া কাপ শুরু হয়েছে ১১ই মার্চ। আগামী ১৫ই মার্চ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ। আমাদের বাংলার টাইগাররা মাঠে লড়বে,আর আপনি গ্যালারী থেকে লড়বেন। ১৫ই মার্চের ম্যাচ যারা দেখতে যাবেন সবাই হাতে করে একটি প্ল্যাকার্ড সাথে নিবেন।

যাতে লেখা থাকবে -- " BSF- STOP KILLING BANGLADESHI INNOCENT PEOPLE ON BORDER" আরো একটি প্ল্যাকার্ড সাথে নিতে পারেন যাতে লেখা থাকবে- "STOP TIPAIMUKH DAM" খেলাটি সারা বিশ্ব দেখবে সাথে গ্যালারীতে হাজার হাজার একি প্ল্যাকার্ড দেখবে। ফেইসবুক আর ব্লগের প্রতিবাদ নয় এখন সুযোগ পাচ্ছি সরাসরি বিশ্বকে জানানোর। যারা যাবেন তারা কি পারবেন না এই কাজটি করতে?? যারা পোষ্টটি পড়বেন উনারা ফেইসবুক স্ট্যাটাস দিয়ে বা যেইভাবে পারেন বন্ধুদের জানিয়ে দিন। ২ দিন সময় হাতে আছে এই সময়ের মধ্যে যাতে সবাই ব্যাপারটি জেনে যায়। আমার ভাবতেই কেমন জানি লাগছে, গ্যালারীতে হাজার হাজার " BSF STOP KILLING BANGLADESHI INNOCENT PEOPLE ON BORDER" - লেখা প্ল্যাকার্ড আর ক্যামেরা ম্যান অবাক বিস্ময়ে দৃশ্যটি বারবার দেখাচ্ছে তাতে আমরা ছাড়াও সারা বিশ্ব দেখছে,জানছে বাংলাদেশীদের উপর নির্যাতনের কথা।

৪ বা ৬ লেখা প্ল্যাকার্ডের চেয়ে এই প্ল্যাকার্ড দেখে আমাদের খেলেওয়াড়রাও অনুপ্রাণিত হবে অনেক বেশী। বিশ্বকাপের সময় এইরকম একটা প্লানের কথা একজন বলেছে যাতে বাঁধা দিয়েছে পুলিশ। তাই প্ল্যাকার্ডগুলো মাঠে প্রবেশ করার পর লিখতে পারেন,এইজন্য সাথে করে মার্কার ও ব্ল্যাঙ্ক পেপার নিয়ে যাবেন। সবাই জানবে,করবে। এই আশায় অপেক্ষায় থাকলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।