আমাদের কথা খুঁজে নিন

   

সনেট-বসন্ত

অতি সাধারণ চোখ ভরা স্বপ্ন স্বপ্ন দেখি ভাল কিছু করার। লেখালেখি করার চেষ্টা করি তবে ভাল ভাবে পারি না । তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রকৃতির মাঝে লেগেছে বসন্ত রঙ শান্তির আভাস দেয় দখিনা পবন, হিয়া জুড়ায় দেখে মায়া মিশানো অঙ প্রাণবন্ত হয়ে উঠে স্তব্দ মরা বন। পলাশ শিমুল কৃষ্ণচুড়ার শোভন যেন রঙিন পানি স্রোতে প্রকৃতি গাঙ, তার সাথে আছে কোকিলের কলতান শীতের পরে বদলে গেল সব ঢঙ। দৃষ্টি পরে যতদূর মনোরম লাগে প্রকৃতি পৃথিবীকে সাজিয়ে বধু রুপে, যেন শেষ রক্ত বিন্দুটি দিয়েছে সঁপে তাই প্রেমিক মনটা আজ উঠে জেগে। মিনতি করি এ পর্ব যে না হয় অন্ত থেকে যাও যেও না হে রঙিন বসন্ত। সোহেল মোস্তাফিজ এর ব্লগ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।