আমাদের কথা খুঁজে নিন

   

" দুঃসহ প্রতীক্ষা "

কি করি আজ ভেবে না পাই.... হে পৃথিবী। । তোমার বুকে এঁকে দিলাম পদচিন্হ ভালোবাসা দিয়ে ভরিয়ে দিলাম হৃদয়... এগিয়ে গেলাম তীব্র আবেগ নিয়ে অজানার মাঝে আজ তোমাকে ছেড়ে চলে যাবো; দূর অজানার দিকে। । অবুঝ হয়ে এসেছিলাম আজ তো অনেক বুঝি; অনেক জানি।

। তবু বুঝে পাইনা কেন এত দূরে ছলে যেতে হবে সব ছেড়ে, কাছের মানুষ ,জীবনের স্মৃতি সব- সব ছেড়ে। । আমি কি ভয় পাচ্ছি ?? হয়তো; হয়তোবা না, পথ চেয়ে আছি সেই আশ্চর্য মুহূর্তের, যা বলতে পারব না কাউকে্‌, শুধু সব ফেলে যাব নতুন কোথাও সব থাকবে একই। ।

শুধু আমি........ কেউ মনে রাখবে, কেউ রাখবে না। । মৃত্যু তোমায় নিমন্ত্রণ তোমার ছায়া ঘেরা আঁধারে ঘিরে ধর আমায় বন্ধন ছিন্ন করা রহস্যময় আঁধার। । অসহায় প্রতীক্ষায় দিন কাটাই আজ, প্রতীক্ষা ঘুমের; অনন্ত ঘুম।

। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।