আমাদের কথা খুঁজে নিন

   

ডক ফাইলকে পিডিএফ ফাইলে রুপান্তর

অফিস ২০০৭ দিয়ে খুব সহজে .doc ফাইলকে pdf ফাইলে রুপান্তর করা যায় । .doc ফাইলকে pdf ফাইলে রুপান্তর করার জন্য প্রথমে Acrobat Writer সেটআপ দিতে হবে । তারপর যে .doc ফাইলকে pdf ফাইলে রুপান্তর করতে চান, সেটি অফিস ২০০৭ দিয়ে খুলে file এ ক্লিক করে print- ক্লিক করুন । এখন ওপরে Name এ Acrobat Distiller নির্বাচন করে OK তে ক্লিক করুন । এখন পিডিএফ ফাইলটি কোথায় সেভ করতে চান, সেটি নির্বাচন করে দিন । দেখবেন পিডিএফ ফাইল তৈরী হয়ে গেছে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।