পরিবর্তনে বিশ্বাস করি।
উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আপনাকে "স্বাগতম"
উত্তর না হলে আপনাকেও "স্বাগতম", জানার তো কোন শেষ নাই...
যারা যারা ধূমপান করেন, কোন স্টাইল এ করেন বেশী?
আপনি যে স্টাইল এ সিগারেট ধরেন তার নাম জানেন কি?
চলেন দেখেনেই কিছু সিগারেট ধরার স্টাইল। আফটার অল...
খেতেই যখন হবে স্টাইল করে খান...
স্টাইল নাম্বার ০১ - ক্লাসিক স্টাইল
এই স্টাইল সবাই ব্যাবহার করে। সবচেয়ে সহজ এবং একটু অ্যামেচারদের জন্য বেশী প্রযোজ্য।
স্টাইল নাম্বার ০২ - জেনট্রি স্টাইল
চিনা ফেলসি, নাম হয়ত জানতাম না পড়ার সাথে সিগারেট এর জন্য বেস্ট স্টাইল।
স্টাইল নাম্বার ০৩ - টুইভ স্টাইল
অনেক সময় নতুনরা অনুসরন করলেও বিশেষত আগুন যখন সিগারেট এর পশ্চাৎদেশে চলে আসে তখনকার জন্য উত্তম স্টাইল।
স্টাইল নাম্বার ০৪ - স্টিলথ স্টাইল
শিক্ষক, বড়ভাই, বাবা, মামা, চাচা ও মুরুব্বীদের ভয়ে লুকিয়ে খাউয়ার স্টাইল।
স্টাইল নাম্বার ০৫ - কমফোরট স্টাইল
বিছানায়, সোফায় আরামে গা এলিয়ে দিয়ে সিগারেট টানার স্টাইল।
স্টাইল নাম্বার ০৬ - বাউনডার স্টাইল
রাজনৈতিক জ্বালাময়ী বক্তৃতা দেয়ার সময় সিগারেট ধরার স্টাইল। বড় বড় অনেক আন্তর্জাতিক নেতা ও প্রেসিডেন্ট এই স্টাইল ব্যাবহার করতেন।
স্টাইল নাম্বার ০৭ - সিগার স্টাইল
হাভানা খাইতে মন চায়...
স্টাইল নাম্বার ০৮ - চ্যাপ স্টাইল
টিউন করা সিগারেট খাইতে বেশী কাজে লাগে। তাছাড়া ঠোঁট ভেজা থাকলে এই পদ্ধতি বেশী ব্যবহার হয়।
স্টাইল নাম্বার ০৯ - ওমেনস স্টাইল
ওমেনস স্টাইল, লেডিস না। মেয়েরা বেশী ব্যাবহার করে। তবে অফিসের খচ্ছর বস গুলা মধ্যে মধ্যে মীটিং এর সময় এই স্টাইল এ সিগারেট ধরে।
বিশেষ দ্রষ্টব্যঃ সিগারেট বা অন্য কোন ধরনের ধূমপান উৎসাহিত করার জন্য নয়। আমার প্রথম ফান পোস্ট। ধূমপান আপনার এবং আপনার চারপাশের মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।