আমাদের কথা খুঁজে নিন

   

চলুন দুনিয়ার সবচেয়ে ছোটো ফোটো ইডিটিং সফটওয়ারটি ডাউনলোড করি আর ছবিতে দেই মজার মজার ইফেক্ট।

অনুবাদ করতে ভালবাসী । তবে অনুবাদে ভাত আছে বলে মনে হয় না। facebook ও Mail এ আমি ঃ-sampad1987@yahoo.com জীবনেত অনেক ফটো এডিটিং করেছেন এইবার নিজেকে দুনিয়ার সবচেয়ে ছোটো ফোটো এডিটরের সাথে পরিচিত করিয়ে নিন। আগেই বলে নেই এই সফটওয়ারটি ফোটোসপের ধারে কাছেও নাই । তাই একে কেউ এর সাথে তুলনা করবেন না।

এটি আমার দেখা ফোটোইডিটিং এর সবচেয়ে ছোট সফটওয়ার। এর সাইজ মাত্র প্রায় ৫০০ kB!!!!!.but ছোটো হলেও এর মাধ্যমে ছবিতে মজার মজার কিছু বৈচীত্রতা দেয়া সম্ভব। তার মাঝে একটি হল college । যার একটি টিউটরিয়াল নিচে দেয়ার চেষ্টা করলাম। সবার আগে এই লিঙ্ক থেকে সফটটী ডাউনলোড করে নিন তারপর install করে run করুন।

এইবার নিচে প্রদর্শিত হোম পেইজটি আসবে। সেখান থেকে মার্ক করা “college” অপ্সন টিতে ক্লিক করুন। তারপর একটি ব্লাঙ্ক পেইজ আসবে। ছবির আকৃতি কেমন করতে চান (portraite অথবা landscape) তা পাশের অপসন থেকে সিলেক্ট করুন । আমি portrait আকৃতিতে ছবিটি বানাতে চাই তাই portrait অপসনটি সিলেক্ট করেছি।

এইবার reD মার্ক করা add image অপসন্টি ক্লিক করে আপনার পছন্দ মত ফোল্ডার থেকে কয়েকটি ছবি নির্বাচন করে সবুজ মার্ক করা create option টিতে ক্লিক করুন। তারপর ছবিগুলকে (নিচের ছবিতে প্রদর্শিত) মাউসের মাদ্ধমে বড় ছোটো করে এবং বিভিন্ন দিকে হেলিয়ে নিজের মত করে স্থাপন করুন। তারপর red মার্ক করা save অপসন টিতে ক্লিক করুন। এবং সাথে সাথে মনের মত একটি ছবি পেয়ে যান। শুধু college নয় ,এই photo ped এর মাদ্ধমে আপ্নারা আপনাদের ছবিগুলাকে আরও কিছু মজার ইফেক্ট দিয়ে সুন্দর করে প্রকাশ করতে পারবেন।

কেমন লাগল জানিনা তবে ভাল লাগ্লে জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৬৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।