রিক্সা দিয়ে বি টি আর সি বাস স্ট্যান্ড । বাস চলে না শুনলাম ।
বাস স্ট্যান্ড থেকে সি এন জি দিয়ে cantment তারপর একটা বাস দিয়ে চান্দিনা তারপর আরেক বাস দিয়ে দাউদকান্দি । তারপর আরেক বাস দিয়ে মেঘনা হয়ে কাচপুর । ভারা সব গুলোর ২/৩ গুন ।
তারপর হেটে কাচপুর ব্রিজ পের হলাম। কিছুক্ষন এক ভাই এর ওখানে রেস্ট নিলাম। তারপর CTG রোড থেকে একটা আগের বেবি দিয়ে সাইন বোর্ড আসলাম । তারপর সি এন জি দিয়ে শনির আখড়া । তারপর রিক্সা দিয়ে যাত্রা বাড়ি ।
হেটে হেটে সায়দাবাদ । তারপর ভ্যান পাইলাম ভ্যান দিয়ে গুলিস্থান। তারপর আর কিছু পাই না যা পাই তার ভাড়া শুনলে জ্ঞান হারাইবেন। ৪৫০ টাকা চায় সি এন জি গুলিস্তান টুঁ মহাম্মাদপুর ।
তারপর হাঁটতে হাঁটতে শেখ হাসিনা আর খালেদা জিয়া ২ টার মৃত্যু কামনা করলাম ।
হাঁটতে হাঁটতে আর মৃত্যু কামনা করতে করতে ঢাকা ভার্সিটির টি এস সি এসে রিক্সা দিয়ে জিগাতলা । রিক্সা আর যাবে না । তারপর আরেক রিক্সা দিয়ে মহাম্মাদপুর ।
এর মধ্যে পুলিশ কুকুর গুলা ৩ বার আমার বডি , ব্যাগ , মোবাইল , মানি ব্যাগ এর টেকা, কাগজ চেক করছে। মোবাইল চেক করার মানে বুঝলাম না ।
মোবাইল হাতে নিয়া দেখল দিয়া দিল।
ঢাকা আসতে আমার সর্বমোট ৪৭০ টাকা খরচ হয়েছে যা লাগে ১৯০ টাকা ।
আর গরম কষ্ট যন্ত্রণা ৩ ডাবল টাকা দিয়ে দারিয়ে ঢাকা আসা।
উফফফ সর্বমোট সারে ৭ ঘণ্টা ।
কাল সকালে যেন শুনি সেখ হাসিনা আর খালেদা জিয়া মারা গেছে এবং তাদের জানাজা তে কুকুর ছাড়া কেহ যাই নাই ।
আমার বালের সরকার ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।