অদ্ভুত পৃথিবী এত দিন শুধু লোক মুখে শুনে এসেছি স্বৈরতন্ত্র! স্বৈরতন্ত্র! আমি স্বৈরতন্ত্র বলতে বুঝতাম প্রেসিডেন্ট এরশাদের শাসন আমলকে, আমার মনেহত এরশাদই একমাত্র স্বৈর শাসক কিন্তু না আজ বুঝলাম হাসিনাও স্বৈর শাসক। প্রতিদিনের মতো আজও আমি সকালে বের হয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য ,সকাল সাড়ে সাতটা গুলিস্থানে গিয়ে দেখি ঢাকা আরিচা রোডের কোন বাস নেই ,পরে দেখলাম কোন রোডেরই বাস নেই এবার যাব কি ভাবে তখনও বি আর টি সির কয়েটি বাস চলছে শুধুমাত্র গুলিস্থান টু গাবতলী ২০ টাকার ভাঁড়া ৩০টাকা । অনেক কষ্টে বাসে উঠলাম বাস চলা শুরু কিছুক্ষণ পর বি আর টি সি থেকে বাসের ড্রাইভারে কাছে ফোন এল বাস চলা বন্ধ করতে হবে গাবতলী আসার আগেই বাসথেকে নেমে যেত হল । এবার হাটা শুরু পৌঁছলাম গাবতলী ,চারদিকে শুধু মানুষ আর মানুষ কোন গাডি নেই । অনেকক্ষণ পর একটি বাস আসল অনেক কষ্টে ঠেলা ঠেলি করে বাসে উঠলাম আরও অনেক যাত্রী ,বাস চলা শুরু কিছুক্ষণ পর বাস থেমে গেল কারণ আওয়ামীলীগের লোকজনের বাধা সবাইকে বাস থেকে নামিয়ে দেওয়া হল । এভাবে পর পর তিনটি বাসে একই পরিস্থিতির শিকার হলাম । দুঃখে সিদ্ধান্ত নীলাম আর এগুবোনা কিন্তু না এবার আবার হাটা শুরু করলাম গেলাম গাবতলী ব্রিজের কাছে একটি টেম্পো এল উঠলাম এবং মনে মনে ভাবতে থাকলাম এই যদি হয় গণতন্ত্র তবে স্বৈরতন্ত্র কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।