আমরা ভাতে মারব, আমরা পানিতে মারব। সৈন্যরা, তোমরা আমাদের ভাই। তোমরা ব্যারাকে থাকো, তোমাদের কেউ কিছু বলবে না। কিন্তু আর তোমরা গুলি করবার চেষ্টা করো না। সাত কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না।
আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবায়ে রাখতে পারবা না। লেখাটি শেখ মুজিব সাহেবের ৭ ই মার্চ এর ভাষণের অংশ বিশেষ। শেখ মুজিব বলেছিলেন, তাই শেখ হাসিনাও যদি একবার না বলে অন্তত কাজে প্রমান না করে তাহলে কি হয়। তাই গন্তন্ত্রের মানস কন্যা "শেখ হাসিনা " আজ চল্লিশ বছর পরে হলেও শেখ মুজিবের কথাট বিরোধি দলের প্রতি ফিরিয়ে দিয়েছেন। ডাকা শরে সকল হোটেল বন্ধ! পানি সরবরাহ বন্ধ! একি সৈরাচারের মানস কন্যার পরিচয় নয়।
ঢাকায়তো শুধু বিরোধি দল বাস করেনা সাধারন মানুষ ও আছে। সরকার এবং বিরোধি দল কি জবাব দিবে এর।
এ সম্পর্কে একজনের একজনের একটা ফেসবুক স্ট্যটাস থেকে বুঝা যায় সাধারন মানুষ কত ভুগান্তি তে আছে " নিকুঞ্জ থেকে কাওরানবাজার যাবার জন্য রাস্তায় ২ ঘন্টা দাঁড়িয়ে থেকে থেকেও কোন যানবাহন পেলাম্ না ...এ ক্ষতি পুরন কার কাছে চাইব ? সরকার না বিরোধী দল ? এদের কাছে চেয়ে কি হবে? এরা কি জনগন বুঝে ? নাকি হাই কোর্ট এ রিট করব? রিট করলে সেখানে ও নেত্রিদের মন জুগান দ্বিধা বিভক্ত আদেশ...হায় বাংলাদেশ..." ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।