মহাসমাবেশ সামনে রেখে বিএনপি কিছু করুক আর নাইবা করুক! সরকারি দলে মন্ত্রী, নেতা-কর্মীদের যেন ঘুম নেই। লক্ষ্য যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে এ সমাবেশ! আর তাইতো....ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করা। মাঠে-ময়দানে সরকার দলীয় নেতা-কর্মীদের সরব উপস্থিতি। কে ভাবে জনগণের কথা! তাদের তো কোনো কথা নেই। নেই কিছু বলার।
জনগণের আবার চাহিদা! কে বলেছে জনগণই শক্তি। জনগণের দুর্ভোগ যেন নাকি সরকারী দলের রাজনীতি, কোনটা বড় সেই প্রশ্নই এখন সামনে! প্রধানমন্ত্রী, বাঘা বাঘা মন্ত্রী!দের মুখে শুধুই গণতন্ত্রকে রক্ষার কথা! ভালোই তো। মুখে গণতন্ত্র মাঠে অন্যকিছু! আর বিএনপি! জনগণের কথা তো তাদের দাবিতেই নেই। নিজেদের স্বার্থ উদ্ধারের লড়াই। উত্তরা থেকে শাহবাগ হেঁটে এসেছেন বয়স্ক এক ভদ্র লোক।
ক্লান্ত দেহে একা একা বকে যাচ্ছেন....বড় আশা নিয়ে ভোট দিয়েছিলেন। এখন আর পার্থক্য খুঁজে পাচ্ছেন না তিনি। নিজের কথাই না হয় বাদি দিলাম! কি হবে দেশের, আর জনগণের! এই মানুষটির এসব প্রশ্নের জবাব কে দিবে! যেন বোধের বন্দর ডুবে গেছে......... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।