ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ বাবা-মায়ের খুনিদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক দম্পতি সাগর-রুনির একমাত্র সন্তান মেঘও এবার রাস্তায় নেমেছে। আজ রোববার সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিকদের সঙ্গে সেও অংশ নেয়। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে।
ওই প্রতিবেদনে প্রচারিত খবরে দেখা যায়, মানববন্ধনে অংশ নিয়ে মেহেরুন রুনির ভাই নওশের নোমান হতাশা প্রকাশ করে বলেন, এক মাস পরেও খুনিরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। তিনি অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি জানান।
সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ‘ধৈর্যের একটা সীমা থাকে। আমরা ধৈর্য ধরতে ধরতে ক্লান্ত হয়ে পড়েছি। তিনি বলেন, আমরা সহকর্মীরা রুনির মায়ের সামনে দাঁড়াতে পারি না। সাগর-রুনির ছেলের সামনে দাঁড়াতে পারি না। ’
মানববন্ধনে সাংবাদিক নেতা শাহ আলমগীর বলেন, ‘এক মাসের মধ্যে খুনিরা ধরা না পড়ায় আমরা এখানে ঘৃণা প্রকাশ করতে এসেছি।
’
সাংবাদিক জ ই মামুন বলেন, ‘সরকারের আন্তরিকতা শুধু মুখে থাকলে হবে না। কাজে প্রমাণ করতে হবে। আমরা মনে করি, তাঁদের আন্তরিকতায় ঘাটতি আছে। তা না হলে এক মাস পরও খুনের রহস্য বের হবে না, এটা অবিশ্বাস্য।
আগামী ১৮ মার্চ সাগর-রুনি দম্পতির খুনের দাবিতে সাংবাদিকেরা ঢাকায় মহাসমাবেশ করবেন।
ওই সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেবেন বলে সাংবাদিকেরা হুমকি দিয়েছেন।
গত ১০ ফেব্রুয়ারি রাতের যেকোনো সময়ে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাগর-রুনি দম্পতি। এ সময় তাঁদের পাঁচ বছরের ছেলে মেঘ পাশের ঘরেই ঘুমিয়ে ছিল।
............অনলাইন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।