এখন অরণ্য ভয় এখন ----হঠাৎ সূর্যগ্রহণ সমস্ত লোকালয় জুড়ে ছড়িয়ে পড়েছে ক্যান্সার অগণণ সূর্যপাতে শ্রান্ত হয়ে পড়ে আছে কৃষ্ণ গহবর্ । এখন দৃশ্যত কবন্ধ দেশ, উদভ্রান্ত আয়োজন--- মানব চামড়া উড়ছে দীর্ঘ কঙ্কাল শীর্ষে---আর বিনষ্টের ঘুণগান প্রতিধ্বণিত হচ্ছে শিরায় শিরায় ওহ্ :---এখন--এখন --এখন জয় গোস্বামীকে প্রয়োজন। স্মৃতিস্তম্ভ থেকে শোনা মোহাম্মদ কামালের চিৎকারে পৃথিবী উঠেছে কেঁপে-------- ''অভয় পৃথিবী দেবে! কে দেবে? দেবেনা !''---- শুনে সমস্ত বিশ্বের অন্তরে অন্তরে আলোড়ণে ভূমিকম্প শুরু হলো শুরু হলো কাক চিল শকুনের মহোৎসব সারারাত্রি জুড়ে শবগন্ধী তীব্র ঝড় সারারাত---দক্ষযজ্ঞ নৃত্য ছন্দে দুলে উঠলো পিশাচের দেহ পারমানবিক বিস্ফোরণে হৃদয় ধ্বংশ হলো----হিরোশিমা দুঃস্বপ্ন মণ্ডিত মগজে-----নাগাসাকি অগ্নি ঝলসিত পিণ্ড অন্ধকারে-----হৃদয় ধ্বংশ হলো দুঃস্বপ্নে দেখেছি আমি সবি । তবু বলি --ভোর হবে, তেজস্ক্রিয়তার রাত্রি চুয়ে দূরে দূরান্তের আঁধারেরা যাবে আরো দূরে দূরে সরে দূরের দিগন্ত ডেকে তৃণের তরঙ্গে ফের ফেরাবে সূর্যকে----আর ভস্মরাত্রি শেষে উঠে আসবে ফের সেই ভোরের ফিনিক্স---সৃষ্টি হবে অগণণ ---নূতণ নূতণ প্রাণ--''এ প্রাণ আবহমান--- এক রক্তে হারানো পাখির রক্তের উত্থান'' ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।