আমাদের কথা খুঁজে নিন

   

আম জনতা

জনতা তুমি আজ হয়ে গেছ আম মনুষত্ব হারিয়েছ, হয়েছ ফল। তোমাকে তাই ওরা আজ চুষছে, ছুলে ফেলছে, কাটছে, কাঁটা চামচে গাঁথছে, মুখে পুড়ছে, রস নিংড়ে নিচ্ছে, ব্লেন্ডারে ছিন্ন-বিচ্ছিন্ন করছে, তোমার ছাল ছাগলকে দিয়ে খাওয়াচ্ছে, সবশেষে আঁটি মাটিতে পুঁতে ফেলছে আবার নতুন করে শোষণের জন্য; তোমার অনাগত বংশধরদের। তুমি কি শুধু ত্যাগ স্বীকার করে যাবে, প্রতিবাদ করবেনা? তুমি কি আর মানুষ হিসাবে জাগবেনা? নকি নিয়তি মনে করে শুধু নিজেকে বিলিয়ে যাবে? নাকি বসে আছ আবার ও কালপুরুষের পথ চেয়ে ৪৭,৫২,৭১ এর ধারাবাহিকতায়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।