আমাদের কথা খুঁজে নিন

   

গাঢ় প্রিয়তমার গালের আভা

বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা ... আমার জীবন হবে স্বচ্ছ পরিস্কার, মেঘমুক্ত ঝকঝকে আকাশের মত। গাঢ় প্রিয়তমার গালের আভা থাকবে, বলাকার ডানা ঝাপটানোর শব্দ থাকবে, পেঁজো তুলোর মেঘ থাকবে। আমার স্বচ্ছ মস্তিস্কে স্বপ্নের কন্টেইনার সাজানো থাকবে সারি সারি, যেমন জাহাজ সাজিয়ে ছুটে যায় এক বন্দর থেকে অন্য বন্দর। আমারও স্বপ্ন ছুটে চলবে.. তার বদলে আমার মাথায় দুশ্চিন্তায় ভরতি, আমি এতটুকু মানুষ এতো চিন্তা টেনশন কিভাবে বহন করি!! ভাল লাগেনা কিস্যু....

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।