রিয়াজুল বাশার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ১২ মার্চের মহাসমাবেশের বিরুদ্ধে সরকারি নেতাদের সরাসরি অবস্থানের মধ্যেই কয়েকটি বেসরকারি টেলিভিশন জনসভাটি সরাসরি সম্প্রচারের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন স্টেশনগুলোর কর্মকর্তারা।
বিএনপিপন্থী ব্যবসায়ীদের মালিকানাধীন একাধিক টেলিভিশন চ্যানেল জনসভাটি সরাসরি সম্প্রচার করবে জানালেও কেউ কেউ সরকারের ‘নির্দেশনার’ দিকে তাকিয়ে আছেন বলে জানিয়েছেন।
একটি স্টেশনের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সরাসরি সম্প্রচারের প্রস্তুতি নিচ্ছি। সরকারের পক্ষ থেকে এখনো কোনো ইন্সট্রাকশন পাইনি। গণতান্ত্রিক অনুষ্ঠান হওয়ায় সরাসরি সম্প্রচারে সরকার কোনো বাধা দেবে না বলে আশা করছি আমরা।
”
এর আগে সরকারের মুখপাত্র ও এলজিআরডিমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিএনপির সমাবেশ প্রচার করা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ ঝেড়েছিলেন। মন্ত্রিসভার বৈঠকেও বিষয়টি নিয়ে কথা হয় বলে সংবাদপত্রে খবর প্রকাশিত হয়।
১২ মার্চের সমাবেশ বানচাল করতে সরকার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ আছে বিএনপির।
বাংলাভিশন, একুশে টিভি, ইসলামিক টিভি মহাসমাবেশ সরাসরি সম্প্রচারের প্রস্তুতি নিতে শুরু করেছে।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর মালিকানাধীন এনটিভি শনিবার সন্ধ্যা পর্যন্ত মহাসমাবেশ সরাসরি সম্প্রচার করার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি বলে জানান টেলিভিশনটির প্রধান বার্তা সম্পাদক খায়রুল আনোয়ার।
মহাসমাবেশ সরাসরি সম্প্রচার করা হবে না বলে জানান জামায়াত নেতা মীর কাসেম আলীর মালিকানাধীন দিগন্ত টিভির একজন কর্মকর্তা।
প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত সালমান এফ রহমানের মালিকানাধীন ইনডিপেন্ডেন্ট টিভি সংবাদ চলাকালে সরাসরি সম্প্রচার করবে বলে জানা গেছে।
বিএনপিপন্থী ব্যবসায়ীদের মালিকানাধীন বাংলাভিশন মহাসমাবেশের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের প্রস্তুতি নিচ্ছে বলে জানান চ্যানেলটির সংবাদ প্রধান মোস্তফা ফিরোজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার দুপুরে তিনি বলেন, “মহাসমাবেশকে সরাসরি সম্প্রচারের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এর আগেও ৭ মার্চে আওয়ামী লীগের অনুষ্ঠান আমরা সরাসরি সম্প্রচার করেছি এবং ১৪ মার্চের আওয়ামী লীগের সমাবেশও আমাদের সরাসরি সম্প্রচার করার ইচ্ছে রয়েছে।
”
বিএনপি চেয়ারর্পাসন খালেদা জিয়ার ভাই সাঈদ ইস্কান্দারের মালিকানাধীন ইসলামিক টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সাদ বিন রাবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জনসভাটি লাইভ করার পরিকল্পনা রয়েছে আমাদের। ”
এদিকে একুশে টিভি মহাসমাবেশটি সরাসরি সম্প্রচার ‘করতে পারে’ বলে জানিয়েছেন চ্যানেলটির প্রধান বার্তা সম্পাদক ইব্রাহিম আজাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মহাসমাবেশ ঘিরে নানা রকমের পরিকল্পনা আছে। ”
সরাসরি সম্প্রচার করার পরিকল্পনা আছে কি না- জানতে চাওয়া হলে তিনি বলেন, “থাকতেও পারে। তবে চূড়ান্ত হয়নি।
”
সাম্প্রতিক সময়ে একুশে টেলিভিশন খালেদা জিয়ার জনসভা সরাসরি সম্প্রচার করেছে।
২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর একুশে টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। তখন আওয়ামী লীগপন্থী টিভি চ্যানেল হিসেবেই পরিচিত ছিল একুশের। এরপর নতুন ব্যবস্থাপনায় স্যাটেলাইট চ্যানেল হিসেবে এটি চলছে।
এর আগে খালেদা জিয়ার জনসভা একাধিকবার সরাসরি সম্প্রচার করা এনটিভির প্রধান বার্তা সম্পাদক খায়রুল আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এমনিতে নিউজ তো কাভার করবই।
কিন্তু সরাসরি সম্প্রচার করা হবে কি না তা এখনো চূড়ান্ত হয়নি। ”
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন ইনডিপেন্ডেন্ট টিভির ব্যবস্থাপনা সম্পাদক এম শামসুর রহমান বলেন, “অন্য অনুষ্ঠান বাদ দিয়ে সরাসরি সম্প্রচার করব না। তবে নিউজের মধ্যে যতটুকু পারা যায় সরাসরি সম্প্রচার করব। ”
মহাসমাবেশ এবং খালেদা জিয়ার বক্তব্য সরাসরি সম্প্রচার করা হবে কি না জানতে চাওয়া হলে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, “এ ধরণের কোনো পরিকল্পনা আছে কি না তা খোঁজ নিয়ে দেখতে হবে। ”
মহাসমাবেশ সরাসরি সম্প্রচারের বিষয়ে ‘এখনো’ সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান মাছরাঙা টিভি ও এটিএন নিউজের বার্তা প্রধান শাহ আলমগীর ও মুন্নী সাহা।
এটিএন বাংলার বার্তা প্রধান জ ই মামুন বলেন, “মহাসমাবেশ সরাসরি সম্প্রচারের কোনো পরিকল্পনা আমাদের নেই। ”
সরাসরি সম্প্রচারের বিষয়টি ‘পরিস্থিতির ওপর নির্ভর করবে’ বলে জানান সময় টিভির বার্তা প্রধান তুষার আবদুল্লাহ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।