আমাদের কথা খুঁজে নিন

   

http://bdnews24.com/bangla/details.php?cid=26&id=188279&hb=5

অনীক মিশকাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ক্রীড়া প্রতিবেদক ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপের ঠিক এক বছর পর বাংলাদেশে আবার ক্রিকেট-উৎসব। রোববার থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের একাদশ আসর। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ শুরু হবে বেলা ২টা থেকে এবং সবগুলো খেলাই হবে মিরপুরে। এশিয়া কাপের প্রথম আসর বসে শারজায় ১৯৮৪ সালে।

১৯৮৬ সালে শ্রীলঙ্কায় হয় দ্বিতীয় আসর। সেবারই প্রথমবারের মতো অংশ নেয় বাংলাদেশ। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচও ঐ টুর্নামেন্টে খেলেই। এর পর থেকে বাকি সবগুলো এশিয়া কাপে অংশ নিয়েছে বাংলাদেশ। এটি বাংলাদেশে এশিয়া কাপের তৃতীয় আসর।

১৯৮৮ সালে প্রথম এবং ২০০০ সালে দ্বিতীয় বারের মতো এশিয়া কাপের আয়োজন করেছিলো বাংলাদেশ। টুর্নামেন্টটি অবশ্য বাংলাদেশের জন্য হতাশারই নামান্তর। এশিয়া কাপে এখনো ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারাতে পারেনি তারা। এই টুর্নামেন্টে ২৯ ম্যাচ খেলে শুধু হংকং আর সংযুক্ত আরব আমিরাতকে হারাতে পেরেছে বাংলাদেশ। ইদানীং সময়টা তেমন ভালোও যাচ্ছে না বাংলাদেশের।

বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যর্থতাই সঙ্গী ছিলো তাদের। এর মধ্যে জিম্বাবুয়ে ছাড়া বাকি তিন প্রতিপক্ষের সঙ্গে দেশের মাটিতে খেলার সুযোগ পেয়েও তেমন সাফল্য পায়নি তারা। মাশরাফি বিন মতুর্জার ধারণা, সামর্থ্য থাকলেও খেলোয়াড়দের প্রয়োগ ক্ষমতার অভাবের কারণে ভুগতে হচ্ছে বাংলাদেশকে। তবে এবার প্রস্তুতি ভালো হওয়ায় দলকে নিয়ে দেশের সেরা পেসার আশাবাদী। অন্যদিকে সাকিব আল হাসান মনে করেন, নিজেদের সেরাটা ঢেলে দিতে পারলে ঘরের মাঠে ওয়ানডেতে বাংলাদেশ যে কোনো দলকে হারাতে সক্ষম।

যদিও কোচ স্টুয়ার্ট ল এখনো দলের জন্য কার্যকর সমন্বয় খুঁজে পাননি। প্রথম ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ পাকিস্তানও এশিয়া কাপে তেমন সাফল্য পায়নি। এর আগে ৯ বার অংশ নিলেও তারা শিরোপা জিতেছে মাত্র একবার। তবে ২০০০ সালে বাংলাদেশেই শিরোপা জিতেছিলো বলে এবার পাকিস্তানের অনুপ্রাণিত থাকার কথা। বিশ্বকাপের পর থেকে দারুণ সময় কাটালেও সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ ৪-০ ব্যবধানে হেরে যাওয়া পাকিস্তানের জন্য অবশ্য বড় ধাক্কা।

পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক এশিয়া কাপ জিতেই ঐ সিরিজের তিক্ত স্মৃতিকে পেছনে ফেলতে চান। এশিয়া কাপের সবচেয়ে সফল দল, ৫ বারের চ্যাম্পিয়ন ভারতও তেমন স্বস্তিতে নেই। বিশ্বকাপ জেতার পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় ছাড়া বলার মতো আর কোনো সাফল্য নেই তাদের। এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নরা শিরোপা ধরে রেখেই সাম্প্রতিক সময়ের হতাশা কাটাতে আগ্রহী। বিশ্বকাপের রানার্সআপ শ্রীলঙ্কারও সময়টা ভালো যাচ্ছিলো না।

বিশ্বকাপের পর কুমার সাঙ্গাকারা অধিনায়কত্ব ছেড়ে দিলে দায়িত্ব পান তিলকরতেœ দিলশান। কিন্তু দিলশানের নেতৃত্বে ব্যর্থতার চোরাবালিতে নিমজ্জিত ছিলো শ্রীলঙ্কা। দিলশান অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালে নেতৃত্ব বর্তায় মাহেলা জয়াবর্ধনের কাঁধে। দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়ের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় কমনওয়েলথ ব্যাংক সিরিজের ফাইনালে উঠে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে শ্রীলঙ্কা। এশিয়া কাপেও সাফল্যের ব্যাপারে তারা আশাবাদী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১০৯ঘ. ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।