আমাদের কথা খুঁজে নিন

   

উজি সাব-মেশিন গান এবং এর জনক উজিয়েল গাল : বারুদ সিরিজ- ১

আমি কিছুই না..... আবার অনেক কিছু । মুভি পোষ্টার দেখতেছিলাম রেসিডেন্ট ইভিলের. হটাৎ নায়িকার হাতের আর্মস টার দিকে নজর গেল . চরম লাগলো. তারপর মেমরি ঘেটে বের করলাম আরে এইটা তো অনেক মুভি তেই ব্যাবহার করা হইছে. হাতের আর্মস টার নাম ছিল উজি, ইসরাইলি ওপেন বোল্ট সাব-মেশিন গান. উজি যারা একশন মুভি দেখে থাকেন, তাদের কাছে এটা পরিচিত একটা আর্মস. পারফেক্ট উইপেন উইথ এ টেলিস্কোপিক লেন্স. যা মিনিটে ৬০০ নাইন মি:মি: চুড়তে পারবে. না না, আমি আর্মস ডিলিং করতে আসি নাই. আমি পোষ্ট বোরিং বানাইতে চাই না, এটা আমার লেখার প্রথম শর্ত. তবে শুরু করি. উজি সাবমেশিনগান প্রথম ডিজাইন করেন উজিয়েল গাল ১৯৪০ সালে. ১৯৫০ এ এর সফল প্রস্তুতকরন হয় এবং তা তুলে দেয়অ হয় ইসরাইলি স্পেশাল ফোর্সের হাতে ১৯৫৬ সালে. উজি হাতে ইসরাইলি সৈন্য রা. উজি বিশ্বব্যাপি ছড়িয়ে পরে. জনপ্রিয় এবং একটি নির্ভর যোগ্য অস্ত্র হয়ে ওঠে উজি. ১৯৬০ থেকে এটা ব্যাবহার করা শুরু করে ইউনাইটেড স্টেট সিক্রেট সার্ভিস. রোনাল্ড রিগ্যান যখন ১৯৮১ সালে গুলিবিদ্ধ হন, তখন সিক্রেট সার্ভিস এর স্পেশাল এজেন্ট রবার্ট ওয়ানকো ব্রিফকেস থেকে উজি বের করে পরবর্তী এট্যাক এর জন্য. রবার্ট ওয়ানকো, উজি হাতে. [ সেইরকম পার্ট] একজন উজিয়েল গাল: হ্যা, তাকে ফোকাসে আনার আমার আসল উদ্দেশ্য ছিল. উজিয়েল গাল. উজি সাবমেশিনগানের জনক. আর্মসের দুনিয়াতে যিনি সংযোজন করনে এক নতুন জিনিষ. তিনি জার্মানী তে জন্ম নিলেও প্রথমে ইংল্যান্ড এবং পরে তার অবস্থান ছিল ইসরাইলে. ১৯৪৩ সালে তিনি গ্রেফতার হন অবৈধ ভাবে অস্ত্র রাখার জন্য. হয়তো আর্মসের প্রতি ফ্যাসিনেশনের শুরু তখন থেকেই. ৬ বছরের জেল হয় তার, তবে পরে তাকে ক্ষমা করে দেয়া হয়. ১৯৪৬ সালে তিনি চাড়া পান. উজিয়েল গাল উজিয়েল তার সাবমেশিন গান টার নাম তার নামে হোক এটা চান নি. কিন্তু কে শোনে কার কথা. তার নামে পরিচিতি পেল এই অস্ত্র. কেন তিনি চান নি, এটা একটা রহস্য. বলা হয়ে থাকে, তার ইচ্ছা ছিল তিনি আর্থোপেডিক মেডিসিন নিয়ে পড়বেন. ডাক্তার হবার ইচ্ছা ছিল উজিয়েল গালে এর. মাঝে উজিয়েল গাল উজিয়েল গাল প্রথম যিনি ইসরাইল সিকিউরিটি এওয়ার্ড গ্রহন করে তার উজি সাব-মেশিনগানের জন্য. উজিয়েল গাল ইসরাইলি ডিফেন্স মিনিস্টার কে দেখাচ্ছেন তার সৃষ্টি ১৯৭৫ সালে তিনি ডিফেন্স ফোর্স থেকে অবসর নেন কর্নেল পদ থেকে এবং ফিলাডেলফিয়ায় চলে যান. তবে থেমে থাকেন নি তিনি. ১৯৮০ সালে তিনি "রুগার এমপি-নাইন ডিজাইনে সাহায্য করেন. রুগার এমপি-নাইন এটাকে মিনি উজিও বলা হয়ে থাকে. ২০০২ পর্যন্ত তিনি উইপেনারি ডিজাইন চালিয়ে গেছেন. ২০০২ তে তিনি ক্যানসারে মৃত্যু বরন করেন. উজি পরিচিতি পায় একটি এলিট আর্মস হিসেবে. সিক্রেট সার্ভিস থেকে শুরু করে আমেরিকার গ্যাংস্টার, ইতালিয়ান ডন , আরব সংঘাত সব খানে উজি হাতে ছিল তাদের যা সেকেন্ডে ১০ টি গুলি ছুড়তো প্রতিপক্ষের ওপর. যতদূর জানি , বাংলাদেশে র‍্যাপিড একশন ব্যাটিলিয়ন উজি ব্যাবহার করে থাকে. দেইখেন, তাগো আবার কাছে এত কিছু আবার কইতে যাইয়েন না, তাইলে শিওর আপনেরে আর্মস ডিলার ভাববো.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।