কি করি আজ ভেবে না পাই.... হাত ধোয়া নিয়ে লিখতে বসলাম কেন জানিনা। তবে মজার একটা ঘটনা মনে পরছে। আমার এক বন্ধু বিয়ে বাড়িতে দাওয়াত খেয়ে ভিড়ের মাঝে হাত না ধুয়ে ঝোল চুষতে চুষতে ঘুরতে লাগলো। হঠাত বরের সাথে ধাক্কা খেয়ে হাত আর ধুতে হয়নি ; বরের জমকালো আলিফ-লায়লা মার্কা পোশাকের কি হয়েছিল বলার দরকার নেই। বেচারা বন্ধু তার বাবার হাতে কেমন ধোলাই খেয়েছিল তা নাই বলি।
এরপর তার হাত ধোয়ার বাতিকে আমরা অস্থির থাকতাম।
আমরা খাবার আগে বা পরে হাত ধুয়ে নেই। কিন্ত খাবার পরে হাত ধোয়ার যে আপ্রাণ চেষ্টা খাবার আগে কি থাকে? সবাই দেখি হাতে যেন খাবার লেগে না থাকে,কি খাচ্ছি ;কেমন হাতে খাচ্ছি তা খেয়াল রাখি না। বেশিরভাগ মানুষ একটু পানি দিয়ে বা কোন রকমে মুছে উদরপুরতি করে আর খাবার পর খোঁজ করে সাবানের।
আমরা তো খাই নিজের বেঁচে থাকার জন্য।
খেতে গিএ যদি রোগ ডেকে আনি কেমন হয়? আমাদের ডাক্তার প্রজাতির কিছু উপকার।
বেশিরভাগ রোগের জীবাণু আমরা খাবার সময় হাত থেকেই পেটে ঢুকাই। খাবার পরে সাবান নিয়ে যে কাড়াকাড়ি ,তা যদি খাবার আগে করতাম তাহলে এত ঝামেলা হত না। ঝকঝকে হাতের আগে জীবাণু মুক্ত হাত বেশি দরকার। তাই বাঁচার জন্য খাবার আগে ভালভাবে হাত ধুয়ে নিন,অবশ্যই সাবান দিয়ে।
হাত মুছে নিয়ে ভাববেন না হয়ে গেল। ভুলবেন না চক চক করলেই সোনা হয় না। আর খাবার পর কি দিয়ে ধুবেন তা ঠিক করে নিন আপনার অলসতার মাত্রা অনুযায়ী।
আসলে প্রথম পোস্ট দিলাম লোকের ভুল ধরে,আমার কোন ভুল হলেও ধরিয়ে দেবেন। মানুষ মাত্রই তো ভুল।
। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।