আমাদের কথা খুঁজে নিন

   

চলো চলো ঢাকায় চলো, ছাতা মাথায় জুতো খোলো

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি চলো চলো ঢাকা চলো, ছাতা মাথায় জুতা খোলো। পথে যদি ক্ষুধা লাগে, চিড়া মুড়ি ভরো ব্যাগে। গাড়ি বন্ধ, হেটেল বন্ধ,. গাঁয়ে তোমার ঘামের গন্ধ। হাটতে গিয়ে পেলে ব্যাথা, হাসি মুখে ঢাকো ব্যাথা। ঢাকা জয়ে জীবন বাজি, ঠেকায় কেবা ছুচো পাজি।

জীবন গেলে শহীদ হবো বেচেঁ গেলে হবো গাজী। সামনে বাড়ো দৃঢ় পদে জামায়াত আছে তোমার সাথে। কী হবে কী? গিয়ে ঢাকা ? কি জিজ্ঞাসে কওতো কাকা। যতই করো ফন্দি ফিকির, বেচেঁযাবে জামায়াত আমির? গাছে কাঠাল গোফে তেল, যতই ফেলো চোখের জল। ধর মাছ ছোওনা পানি, এবার দেখো রঙিন পানি।

মুক্তি নাই তোমার মামু, কইছি এবার তোমায় খামু। যতই বলো ঢাকা চল, বাতাসে নড়ে ধর্মের কল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।