আমাদের কথা খুঁজে নিন

   

এত শিক্ষিত লোক আছিলো তাও বানান ভুল? তাও বাংলা বানান। লজ্জা বাকস্বাধীনতার নামে জিহাদ করে চলা লোকগুলা নিজেরা কি আসলেই বাকস্বাধীনতাতেবিশ্বাস করে?

আমার সাধ না মিটিল, আশা না পুরাল, সকলে ছাড়িয়া যায় মা মাদ্রাসার পোলাপানরা না হয় অশিক্ষিত, ব্লগ কি তা জানেনা,blogger বানান পারেনা কিন্তু এই সব শিক্ষিত লোকে দেখি প্রধানমন্ত্রী বানানো পারেনা। শুনলাম ৭১ টিভির সাংবাদিকরে নাকি ধরে পিটানি দিছে? কাজটা ঠিক হয়নাই। যে গুনতে পারেনা তাদের তো আর পিটানি দিয়া গুনতে শিখানো যাবেনা। আর জন্ডিস রোগের ওষুধ তো পিটানি না। তাদের ধরে নিকটস্থ হাসপাতালে নিয়ে গিয়ে জণ্ডিসের চিকিৎসা দিয়ে হলুদের মাত্রা কমানো দরকার ছিল । কিন্তু আসল ব্যাপার হইলো ঠিক মত গুনতেই পারেনা এমন সব লোকে সাংবাদিক হয় কেমনতে? মাদ্রাসার পোলাপান ব্লগার বানান ভুল লিখছে এইটা নিয়ে মজা করতে থাকা শাহবাগ পেজে গনজাগরণ মঞ্চের ব্যানারে যে বানান ভুল ছিল সেটা দিলাম আর সাথে সাথে ব্যান। সেদিন সবাকের পোস্টে একটা প্রশ্ন করলাম। ওমা! রিফ্রেস করার আগে ব্লক। একদিকে এই সব লোকেরা বাকস্বাধীনতা করতে করতে মুখে ফেনা তুলে ফেলে আবার নিজেদের বিপক্ষে বললে ব্যান/ব্লক মেরে দেয়। বাকস্বাধীনতার নামে জিহাদ করে চলা লোকগুলা নিজেরা কি আসলেই বাকস্বাধীনতাতে বিশ্বাস করে?  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।