আমাদের কথা খুঁজে নিন

   

! ইউরেকা, কম্পিউটারের গতি ও জায়গা অনেক গুণ বেড়ে গেছে... ! (টেক ডোজ- ৩)

এ আকাশ এমন আকাশ, কখনো ছায় মেঘে- সে আবার সুখেই ভাসে, দখিন হাওয়া লেগে ১। এরকম লেখা অনেক পত্র-পত্রিকায় এসেছে। অথবা অনেকেই জানেন প্রক্রিয়া গুলো। আবারো একটু মনে করিয়ে দেওয়া মাত্র। আজ যে টিপস দেব তার জন্য কোন আলাদা সফটওয়্যার দরকার নেই।

খুব সহজ প্রক্রিয়া। আপনার কম্পিউটারের স্টার্ট মেন্যু বাটন চাপুন। All program অপশন এ গিয়ে run নির্বাচন করুন। উইন্ডোজ সেভেন এর জন্য run program টি accessories folder এ আছে। এবার run windows টি আসলে ফাঁকা box এ টাইপ করুন- temp ।

লিখে ok করুন। দেখবেন অনেক অপ্রয়োজনীয় ফাইল জমে আছে। select all দিয়ে মুছে ফেলুন। যে কয়টি মুছবেনা, skip করে যান। একই প্রক্রিয়ায় &#xte;mp%, recent, prefetch টাইপ করে (এক একটা আলাদা আলাদা বার) ফাইল গুলো মুছুন।

এবার my computer এ গিয়ে C: drive select করে mouse এর right button এ ক্লিক করুন। properties এ যান। নতুন একটি window আসবে, দেখবেন disk clean up একটি অপশন আসবে। select করে ফাইল লিস্ট এর জন্য অপেক্ষা করুন। সব গুলো টিক মার্ক দিয়ে ok দিন।

এরপর delete file বক্স নির্বাচন করুন। ব্যাস, কাজ শেষ। একই ভাবে D, E, F এগুলো clean up করুন। এই পদ্ধতি গুলো হল পিসির আবর্জনা পরিষ্কার করার মত। দেখবেন প্রক্রিয়াটি শেষ করার পর পিসি অনেক ফুরফুরে লাগছে, গতিও বেড়ে গেছে বহুলাংশে।

জায়গা তো বেড়েছেই! ২। আবর্জনা সরানোর পর এবার ঘরের (পিসি) আসবাব পত্র সাজানোর পালা। এজন্যে my computer select করে right button press করে properties এ যান। নতুন window তে দেখবেন tools নামক অপশন আছে। সেখানে চাপুন, দেখবেন disk defragment নামের একটি অপশন।

ঢুকে পড়ুন। দেখবেন আপনার পিসির drive গুলো পর্যায়ক্রমে দেওয়া আছে। এক একটি select করে defragment করে নিন। শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এভাবে, পিসির অভ্যন্তরীণ গতি এবং অদরকারি ফাইল মুছে পিসির জায়গা বাড়ানো যায় অনেকাংশে, কোন ঝামেলা ছাড়াই- স্বল্প সময়ে।

প্রক্রিয়া গুলো পরীক্ষিত, সাফল্য স্বীকৃত। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।