আমাদের কথা খুঁজে নিন

   

+১৮ বয়স ছোটরা দূরে থাকও !!!!

হরিপদকে সেলসম্যান হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকে দোকানের বিক্রি ছয়গুন বেড়ে যাওয়ায় মালিক চিন্তায় পড়ে গেল। এতো বিক্রি কি ভাবে সম্ভব সেটা দেখার জন্য একদিন সে দোকানে গিয়ে দেখল হরিপদ এক ক্রেতার কাছে মাছ ধরার ছিপ বিক্রি করছে। হরিপদ ক্রেতার কাছে একটা ছিপ ২৫০টাকায় বিক্রি করল, তারপর- হরিপদঃ স্যার এরকম জুতা পড়ে তো মাছ ধরা যাবে না, মাছ ধরতে হলে আপনার স্পোর্টস সু লাগবে। ক্রেতা ১৬০০ টাকা দিয়ে স্পোর্টস সু কিনলো। হরিপদঃ রোদের মধ্যে যেহেতু অনেক সময় বসে থাকতে হবে তাই একটা ক্যাপও লাগবে ক্রেতা একটা ক্যাপ কিনলো।

হরিপদঃ যেহেতু দীর্ঘ সময় বসে থাকতে হবে তাহলে তো স্বাভাবিক ভাবে ক্ষুধাও লাগবে ক্রেতা কিছু বিস্কিট এবং চিপস কিনলো সাথে একটি সফট্ ড্রিংক। হরিপদঃ মাছ যে ধরবেন সেইটা রাখবেন কিসে? আপনার একটা বস্কেট লাগবে মাছ রাখার জন্য। ক্রেতা একটা বস্কেটও কিনলো। এভাবে হরিপদ ক্রেতার কাছে মোট ২৫০০ টাকার পন্য বিক্রয় করলো। মালিক খুব খুশি হয়ে বলল- “তুমি তো দেখি অনেক ভালো একজন বিক্রেতা, একটা মাছে ছিপ কিনতে আসা ক্রেতার কাছে এতো কিছু বেচে ফেললে !” হরিপদঃ মালিক, আসলে ঐ ব্যাক্তি বৌয়ের জন্য স্যানোরা কিনতে এসেছিল।

আমি তাকে বললাম চার দিন বাসায় বসে থেকে কি করবেন,সময় কাটানোর জন্য বরং মাছ শিকার করেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।