আমাদের কথা খুঁজে নিন

   

এক নষ্ট শহরের গল্প- শুনবেন ??

এই সভ্য পৃথিবীতে কত শত শহর ,বন্দর, নগর যে আছে তার কোন ইয়াত্তা নেই । আজ আপনাদের যে নগরীর বর্ণনা দিতে যাচ্ছি তা একেবারেই অদ্ভুত আর আপনার কল্পনাকেও মাঝে মাঝে হার মানাবে এই নগরীর নগরীর উদ্ভট সব নিয়ম কানুন ! যে কেউ যখন তখন যে কোন দেশ হতে এই নগরীতে প্রবেশ করতে পারে নির্দিধায় । এখানে কোন তোরণ নেই । আপনাকে কোন ভিসা পাসপোর্ট দেখাতে হবে না । জবাবদিহিতার কোন কারণ প্রয়োজনই নেই ।

এ নগরীর বিষাক্ত বাতাসে আপনার দম বন্ধ হলেও আপনি তৎক্ষণাত মরবেন না । ভাববেন সবে মাত্র বিষাক্ত সুগন্ধির ভয়ংকর স্বাদ পেলেন ! যা আপনাকে ধীরে ধীরে প্যারালাইজড করে দিবে । ভয় নেই । এ নগরীর উচু উচু দালানে আপনাকে সেবা দেয়ার জন্য ডাক্তার নামের কষাইরা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আপনাকে গ্রহণ করবে । আপনার অসাহায়ত্বটাকে পণ্য করে জমজমাট ব্যবসা করবে ! এ শহরের আকাশচুম্বি রঙিন দালান গুলোতে সাধারণ মানুষের শ্রম- মূল্য নিয়ে জুয়া খেলায় মত্ত থাকে এ নগররে পতিরা ।

ভয় পাবেন না । আসুন ঢুকে যাই প্রেমহীন নগরীর বিরস এ্যাভুনু আর বিষাক্ত সুগনিধ পূর্ণ গলির ভিতরে । আপনি দেখবেন তাতে বড় বড় ঢাকনা বিহীন ম্যান হোল ! সেখানে ভেসে বেড়াচ্ছে মশার বীজ আর মানুষের ত্যাগ করা উচ্ছিষ্টাংশ । আপনার কৌতুহল বেড়েগেলে ঢুকে যেতে পারেন কবুতরের খাচার মত সেই রুম, এ্যাপার্টমেন্ট অথবা কক্ষ যাই বলুন -তার ভেতরে । ভেতরের দৃশ্য দেখে মানুষের স্তুব দেখে আপনার ছোখ ছানা বড়া হতেই পারে ! ভরকে যাবেন না প্লিজ ! আসুন আবার নেমে আসি রাস্তায় , দেখবেন অসহায় মানুষের ক্রন্দন, ধনিদের জৌলসপূর্ণ চলাচল! গাড়ীর বিক্ষিপ্ত চলাচল, ইচ্ছে মত হর্ণের চিৎকারে আপনার নাভিশ্বাস লাগতে পারে ।

কিন্তু শুনে আরো কৌতুহলী হবেন যে, এ নগরীতেই নাকি নগর কর্তারা থাকেন ! দিনের আলো শেষ হতে না হতেই এ নগরী সাজে বিচিত্র সাজে! যত্র তত্র নিয়ন আলোয় আপনার চোখ ঝলসে গেলেও ভয় নেই , অন্ধকার গলির ভিতর গিয়ে খানিকটা চোখ জুড়িয়ে আসতে পারেন । তবে সাবধান ! সেখানে কতিপয় দু'পায়া পশু তার বাসনা চরিতার্থ করার জন্য ওঁত পেতে থাকে । তবে আশ্চার্য হবেন এই বাস্তবাতায় নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট-এর জন্য নগর কর্তৃপক্ষ প্রতিনিয়তই তথাকথিত প্রচার চালালেও নিয়ন বাতি ও যত্রতত্র আলোর ব্যবহারে প্রতি উদাসীন। রহস্যময় নগরীর নাগরীক গুলো আরো রঙিন ও বিচিত্র । এখানে ধর্ম মানুষের ফ্যাশন, সভ্যতা , সুশীলতার নামে অশ্লীলতা আর নগ্নতাই এখানে স্টাইল ! শুনে জিভ কাটতে পারেন লজ্জায় , অথচ এই নগরীতেই নাকি বিদ্যান হতে আসতে হয় গ্রামের সেই সুবোধ বালক -বালকিা কে ।

হা হা হা !!! হাসি পায় রহস্যের হাসি ... তাও আবার উচ্চ মূল্যে জ্ঞান কিনতে হয়, জ্ঞানী হওয়ার জন্য ! এ নষ্ট নগরীরর প্রতিটি বলুকণা হতে ঐ বিশাল বিল্ডিং এর রঙীন ইট পর্যন্ত নষ্ট ! এ নগরীর শিশুরা অসহায় বন্দী ফার্মের মুরগীর মত, পথিকেরা নিরুপায় ! নারীরা অবাধ্য ! পুরুষেরা ছুটন্ত- আশান্ত! এ নষ্ট নগরীর নাগরিকেরা এতটাই সভ্য আর শিক্ষিত যে, এখানে শিশুদের কে ভাল-মন্দ না শিখিয়ে লাভ -ক্ষতি শিখানো হয়,এই অবুঝ মগজে ! জীবন এখানে যন্ত্র ! মানবতা এখানে ভূপাতিত! নীতি এখানে ইটের দেয়ালে দেয়ালে ঠোকর খায় । এ এক অদ্ভত নষ্ট নগরী !! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।