আমাদের কথা খুঁজে নিন

   

কখন বুঝবেন আপনি একজন আদর্শ লুল-লুলদের জন্য অবশ্য পাঠ্য(সামান্য ১৮+)

ব্লগার না পাঠক হওয়ার চেষ্টায় আছি লুল অনেকেই হতে পারে। তবে আদর্শ লুল আর কয়জন হতে পারে?? একজন খাটি লুল হওয়ার জন্য বেশ কিছু যোগ্যতা লাগে। লুল মানে না কোন কুল। আবার লুল হইয়া অনেকে হারায় চুল। আবার অনেক লুলের হাতে থাকে শুধুই ফুল।

অনেকেরই লুল হইয়া তাকাতে গিয়ে নতুন শার্টে পড়ে তরকারির ঝোল। যাই হোক, ফাও প্যাচাল বাদ দিয়ে আসুন লুলদের বৈশিষ্টবলী দেখে নিই। তবে লুলরা আবার মাইন্ড খাইয়েন না! মাইন্ড খাইলেও কুনু সমস্যা নাই তয় আবার আমারে মাইনাসের বন্যায় ভাসাইয়া দিয়েন না। ফেসবুকীয় লুলঃ নিজেকে লুল বলে প্রমাণিত করার সবচেয়ে আদর্শ জায়গা হল ফেসবুক। জুকারবার্গ সাহেবের কল্যানে অনেকেই নিজেকে একজন আদর্শ লুল হিসাবে প্রমাণ করছেন।

মেয়ে দেখলেই ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো বিশেসষত সুন্দরী মেয়েদের পেরাইভেট ম্যাসেজ পাঠিয়ে অনেকেই নিজেদের খাটি লুল হিসেবে প্রমাণ করেন। আবার ৫০০০ এর ফ্রেন্ডওয়ালা মেয়েরা ফ্রেন্ড রিকুয়েস্ট একসেপ্ট করলে অনেকেই তাদের ওয়ালে গিয়ে লিখেনঃ “Thnx for add” । অনেকেই আবার তাদের ফেইক ছবিগুলাতে গিয়ে লিখেন “তোমাকে অনেক সুন্দর লাগছে!” বিশেষত অনেকেই তাদের ছবিতে গিয়ে যে ভয়ঙ্কর লুলীয় কথা লিখেন সেটা হলঃ “মাশাল্লাহ!! আল্লাহ তোমাকে যে কি দিয়ে তৈরী করেছেন! ” ভাল কথা, ওইসব ছবি দেখলে কমপক্ষে ১০-১৫ টা খাটি লুল পাওয়া যাবে! গান পাগল লুলঃ অনেকেই আছেন যারা সারাদিন গান শুনেন। গানওয়ালা লুলরা সাধারণত ২ টাইপ হয়ে থাকেন। ->বাংলা গান পাগল লুলঃ এরা সারাদিন বাংলা গান শুনেন।

অনেকে মনে করতে পারেন তারা বাংলা গানের বিশাল ফ্যান। আসলে ঘটনা তা না। তাদের অনেকেই পার্থ, আইয়ুব বাচ্চু, জেমস বা নকীব খান কিংবা হালের হাবীব, বালাম বা তাওসিফের নাম পর্যন্ত শুনেন নাই। তবে তাদের ফেবারিট গায়িকা মিলা আফা এবং তিশমা!! মিলার ডিস্কো বান্দর গান লুল সম্প্রদায় খুবই ভালা পান। আর তিশমার গানের চেয়ে উহার গান গাওয়ার উহ আহ আওয়াজও লুলভাইয়ারা ভাল পান।

সম্প্রতি লুল সম্প্রদায়ের পিরিয় গায়িকার তালিকায় কিঞ্চিত পাতলা শাড়ি পরিহিতা ইভা আপুকে পাওয়া গেছে। ->ইংলিশ গান পাগল লুলঃ লুল সম্প্রদায়ের এই দলের লোকজন ইংলিশ গান বেশি পছন্দ করেন। তাহারা আবার অডিও নহে বরং ভিডিও গান বেশি পছন্দ করেন। এইদলের লোকেরা কোন গায়ক কোন গায়ক গাইছেন তা বলতে না পারলেও গান দেখতে দেখতে তাদের ভিডিও কিলিপ পুরা মুখস্ত হয়ে যায়। বিশেষত যেসকল ভিডিওতে নায়ক-নায়িকা থুক্কু গায়ক-গায়িকা বিচের আশে-পাশে থাকে ওইসকল ভিডিও তাহারা হা করে গিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে যে তাদের সকলেরই প্রিয় গায়িকার তালিকায় মহতী হিট থুক্কু হট গায়িকা শারিকা থুক্কু শাকিরা এবং কিঞ্চিত ডিজুস গায়িকা ম্যাডোনা আছেন। ছবি পাগল লুলঃ এ ধরণের লুলেরা ছবির বিশাল ভকত হয়ে থাকেন। তাদের ইংলিশ ছবি বিশেষ ফেবারিট। যতদূর জানা যায় তাহারা ছবি টেনে টেনে দেখেন। তবে কিঞ্চিত ১৮ পিলাচ জায়গায় তাহারা থেমে যান এবং একটু পিছিয়ে দিয়ে দৃশ্যগুলো গভীর মনযোগ দিয়ে দেখতে থাকেন।

গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে এই শ্রেনীভুক্ত প্রায় সকলেরই আমেরিকান পাই সিরিজগুলান বেশ পিরিয়। টিভি পাগলঃ এই ধরণের লুলেরা সারাদিন টিভি নিয়া পইরা থাকে। তাহারা চ্যানেলের পর চ্যানেল চেঞ্জ করতে থাকে। তবে কোন চ্যানেলে সুন্দরী কোন মেয়ে থাকলে তাহারা চ্যানেল চেঞ্জ বন্ধ করে দেয়। আর বাংলা কোন চ্যানেলে ফ্যাশন শো নামক বস্তু থাকলে তাহারা হা করিয়া গিলতে থাকে।

কেননা, বাংলাদেশের মেয়েরা তাহাদের কাছে বিশেষ সুন্দর কি না!! এমতবস্থায় তাহাদের মুখে মশা ঢুকলেও তাহারা টের পান না! তবে এরকম হা করা অবস্থায় মুরুব্বি বা বয়সে বড় গোছের কেউ রুমের ভেতর ঢুকে পড়লে তাহারা বলতে থাকেন যে দেশের ধবংসের পিছনে এইসব চ্যানেল গুলা দায়ী। অবিলম্বে এইসব চ্যানেল বন্ধ না করলে দেশের যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। আর বাংলাদেশের মেয়েগুলাও কি রকম। এই গুলার জন্যই দেশের এই করুন অবস্থা। শিক্ষিত হইলেই নিজেদের কি মনে করে।

আফসুস। উল্লেখ্য, এ পর্যায়ে মুরুব্বি লুলের সাথে সহমত পোষণ করেন। অতঃপর মুরুব্বি চলে গেলে লুল মহানন্দে ফ্যাশন শো উপভোগ করেন। পেপার পাগল লুলঃ এ ধরণের লুলেরা সারাদিন পেপার পড়েন। পেপারের বিনোদন পাতাই বেশ পছন্দনীয় তাদের কাছে।

যতদূর জানা যায়, পরথম আলুর আনন্দ পাতা উহারা হা করিয়া গিলেন। তারপর পরই আছে বাংলাদেশ প্রতিদিন। সাধারণত বাংলাদেশ প্রতিদিন হাতে নেওয়ার সাথে সাথে তাহারা এক খাবলা দিয়ে প্রথম পৃষ্টা খুলে বিশেষ মনযোগের সহিত তৃতীয় বা চতুর্থ পাতায় নায়িকাদের বিশালাকার ছবি সংবলিত ক্ষুদ্র লেখা গভীর মনযোগ দিয়ে পড়তে থাকেন। বেশিরভাগ সময়ই তারা গাড়িতে করে এ ধরণের পেপার কিনেন এবং প্রায় ক্ষেত্রেই গভীর মনযোগের সাথে পড়ার জন্য একস্টপেজে নামার বদলে তারা স্টপেজ মিস করে সামনের স্টপেজে নামেন!! খেলা পাগল লুলঃ এ শ্রেনির লুলেরা খেলার জন্য বিশেষ পাগল হয়ে থাকেন। উহারা সাধারণত মহিলাদের খেলাই বেশি দেখেন।

বিশেষ সূত্রে জানা গেছে মেয়েদের রেসলিং এবং টেনিস খেলা খুবই ভাল পান। এই সম্প্রদায়ের বেশিরভাগেরই প্রিয় খেলোয়ার মারিয়া শারাপোভা বা সানিয়া মির্জা! তাছাড়া অনেকেই সাতার খেলা দেখা খুবই পছন্দ করেন। সম্প্রতি আইপিএল সহ বিভিন্ন টি-টুয়েন্টিতে চিয়ারলিডারদের কল্যাণে তারা ছেলেদের ক্রিকেটও সামান্য দেখে থাকেন তবে মেয়েদের রেসলিং দেখার চেয়ে বেশি উপভোগ করেন না! শপিং সেন্টার প্রিয় লুলঃ এ ধরণের লুলদের প্রিয় জায়গা হল বিভিন্ন শপিং সেন্টার। তবে উহাই একমাত্র জায়গা যেখানে গেলে লুলদের মন কিছুটা খারাপ হয়ে যায়। কারণ, বেশিরভাগ সময়েই দেখা যায় সুন্দরী মেয়েদের বয়ফ্রেন্ড থাকে।

টাইলস ওয়ালা শপিং সেন্টারে সুন্দরী মেয়ে দেখতে গিয়েই অনেক সময়ই লুল ভাইদের পিছলে পড়তে দেখা যায়। রাস্তা পাগল লুলঃ এ ধরনের লুলেরা রাস্তা-ঘাটে সুন্দরী মেয়ে দেখলে লুল হয়ে তাকিয়ে থাকে। একা একা কোন মেয়ে তাদের পাশ দিয়ে গেলে তারা সাধারণত আর্টসেলের “তোমরা কেউ কি দিতে পার প্রেমিকার ভালবাসা” গানটি গায়। মাঝে মাঝে বেশি সুন্দরী মেয়ে দেখলে অপলক তাকিয়ে থাকতে থাকতে তাদেরকে রাস্তার ম্যানহলে পড়তে দেখা যায়। মোবাইল-পাগল লুলঃ এই ধরণের লুলেরা মুবাইলে মেয়েদের কথা শুনতে বেশি পছন্দ করেন।

তাই তারা ক্রমাগত অপরিচিত নাম্বারে কল দিতে থাকেন এবং কোন মেয়ে ধরলেই লুল হয়ে কথা বলতে থাকেন। বিশেষ ভাবে জানা গেছে কারও মুবাইল বন্ধ থাকলে মেয়ে কন্ঠে ভেসে আসা বাক্য “এই মূহুর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না” তাদের খুব প্রিয় এবং তারা ক্রমাগত ফোন দিয়ে বাক্যটি শুনতে থাকেন। লুলের আলোচিত উপরোক্ত বৈশিষ্ট্য গুলো আমি ভৌতিক ইন্দ্রজালের মাধ্যমে পেয়েছি। কাজেই এগুলো লুলদের কারও সাথে মিলে গেলে শুধুমাত্র ওই লুলই দায়ী থাকবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।