আমাদের কথা খুঁজে নিন

   

আরও অত্যাধুনিক আইপ্যাড নিয়ে এলো অ্যাপল

প্রযুক্তি দুনিয়াকে এবার চমকে দিচ্ছে জায়ান্ট প্রতিষ্ঠান অ্যাপল। এবার তারা আইপ্যাড-২ এর পরে নিয়ে আসছে নতুন এক আইপ্যাড। এতের রয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তির সংমিশ্রণ। এতে রয়েছে ৯ দশমিক ৭ ইঞ্চির রেটিনা ডিসপ্লে। যার রেজুলেশন ২০৪৭ বাই ১৫৩৬।

শক্তি যোগাবে এ৫এক্স। আছে এমন এক প্রসেসর যার ক্ষমতা দুটি সিপিইউ কোর এবং ৪টি জিপিইউ কোরের সমষ্টির সমান। এতে কোন ছবি দেখলে তা থ্রি-ডি ভার্সনের ছবির মতো দেখাবে। কোন কোন ক্ষেত্রে তা আরও উজ্জ্বল ও প্রাণবন্ত দেখাবে। যুক্তরাষ্ট্র ও অন্য ৯টি দেশে এর বিক্রি শুরু হচ্ছে আগামী ১৬ই মার্চ।

ওই ৯টি দেশ হলোÑ যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, ফ্রান্স, সুইজারল্যান্ড, হংকং, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও জাপান। এর প্রারম্ভিক দাম ধরা হচ্ছে ৪৯৯ ডলার। তবে ভারতে তা বিক্রি শুরু হবে এরও দু’এক মাস পরে। অ্যাপল ঘোষণা দিয়েছে, তাদের আইপ্যাড-২ও বাজারে থাকবে। তবে তার দাম কমানো হবে ১০০ ডলার।

এর অর্থ হলো বর্তমানের একটি বেসিক মডেলের আইপ্যাডের দাম দাঁড়াবে ৩৯৯ ডলার। বুধবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অ্যাপলের বার্ষিক অনুষ্ঠানে নতুন আইপ্যাড নিয়ে আসেন প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। স্টিভ জবসের এই উত্তরসূরী বলেন, সবাই ভাবছিল, আইপ্যাড-২ এর চেয়ে চমৎকার পণ্য আর কে আনতে পারবে। আর ভাবতে হবে না, আমরাই তা পেরেছি। টিম কুকের মতে, নতুন আইপ্যাডের মাধ্যমে অ্যাপলের সৃষ্টিকেই আবার নতুন করে সংজ্ঞায়িত করা হলো।

নতুন এই আইপ্যাডে রয়েছে পাঁচ মেগা পিক্সেলের আইসাইট ক্যামেরা। আর থ্রিজির চেয়ে দশগুণ দ্রুতগতির ফোরজি এলটিই নেটওয়ার্কে চলবে ট্যাবলেটটি। আর এই আইপ্যাড অন্য ডিভাইসগুলোর জন্য ওয়াই-ফাই হটস্পট হিসেবেও কাজ করতে পারবে। রেজুলুশন আর গ্রাফিক্সে অভাবনীয় উন্নতি হলেও, ব্যাটারি লাইফ রয়েছে আগের মতোই দশ ঘণ্টা। ২০১১ সালে বিশ্বের ট্যাবলেট বাজারের ৬২ শতাংশই দখলে ছিল অ্যাপলের।

এইএমএস রিসার্চ জানিয়েছে, এ বছর তা ৭০ শতাংশে পৌঁছবে। গবেষণা প্রতিষ্ঠান গার্টনার জানিয়েছে, এ বছর আইপ্যাড বিক্রি হবে ৬ কোটি ৯০ লাখ। প্রতিদ্বন্দ্বী গুগলের অ্যানরয়েড সিস্টেমে চলা ট্যাবলেট বিক্রি হবে ২ কোটি ২৮ লাখ। ট্যাবলেটের বাজারে একচ্ছত্র অধিকার অ্যাপলেরই। এ বছরের শেষের দিকে উইন্ডোজ-৮ ভিত্তিক ট্যাবলেট বাজারে এলে সম্ভাবনা রয়েছে চ্যালেঞ্জ আসার।

নতুন আইপ্যাড নিয়ে সেই লড়াইয়ে এগিয়েই থাকল এই টেক জায়ান্ট।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।