আমাদের কথা খুঁজে নিন

   

আজব ঘটনাঃ সাপের মাথা কামড়ে নিল শিশুটি ! ! ! !

" কেউ তোমার দিকে পাথর ছুড়ে মারলে , তুমি তার দিকে ফুল ছুড়ে মারো...তবে ফুলের সাথে সাথে ফুলের টবটাও ছুড়ে মারতে যেন ভুল না হয় " সরায়েলের হাইফা অঞ্চলে ১৮ মাসের একটি শিশু তার শোবার ঘরে চলে আসা বিষাক্ত সাপের মাথা কামড়ে ছিড়ে ফেলেছে। শিশুটির মা সকালে তাকে দেখতে এসে আবিষ্কার করেন, শিশুটি ৩৫ সেন্টিমিটার লম্বা একটি মৃত সাপ চিবাচ্ছে। সেদিন রাতে শিশুটি বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল। সবার আগে ঘুম থেকে জেগে তার নিজের কক্ষে চলে যায়। সেখানেই সে সাপটি দেখতে পায়।

ঘটনাটি গত বৃহস্পতিবারের। জানা গেছে, শিশুটি সাপের মাথা আঁকড়ে ধরে কামড় দেয়। এতে মাথাটি সাপের দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে আশ্চর্যজনকভাবে সাপের কামড় খাওয়া থেকে বেঁচে গেছে শিশুটি। শিশুটিকে জরুরি ভিত্তিতে হাইফা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার জানান, তার শরীরে সাপের কামড়ের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

সূত্রঃ Israeli infant bites off snake's head  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।