আমার খুবই প্রিয় একটি গান। যতবারই শুনি কখনো পুরনো হয় না। অসাধারণ লিরিক, ফাটাফাটি মিউজিক। গান, এরকমই হওয়া উচিৎ। ;-) টাইটেল : বসে আছি ব্যান্ড : ওয়ারফেজ :-) :-( বসে আছি একা কাঁচা রোদ বিকেলে উদাস বৃষ্টি শেষে রূপালী আকাশ মেঘে জানালাতে ঝিলমিল সোনালী আভায় ঝিরঝির বয় হিমেল বাতাস সোনালী আভায় সাথে ফিরি আমি মেঘে মেঘান্তরে হিমেল বাতাসে ডানা মেলি আমি দূরে দূরান্তরে বসে আছি একা কাঁচা রোদ বিকেলে উদাস বৃষ্টি শেষে রূপালী আকাশ মেঘে জানালাতে ঝিলমিল সোনালী আভায় ঝিরঝির বয় হিমেল বাতাস পাখীরা সব মেতেছে আজ কুঞ্জবনে মাতাল করেছে এই মন গানে গানে নিবিড়ে আজ কেটে যায় এ'ক্ষন প্রজাপতি হয়ে ফিরবো ফুলে ফুলে তবু কেন এত ব্যথা জাগে মনে অশ্রুধারা হৃদয়...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।