আমাদের কথা খুঁজে নিন

   

দুনিয়াতে আজও এমন লোক রয়েছেন যারা তাদের খোদাকে এত ভয় করে!!

তরুণ নামের জয়মুকুট শুধু তাহার, বিপুল যাহার আশা, অটল যাহার সাধনা হযরত মাওলানা আশরাফ আলী থানভীর নাম হয়তো অনেকেই জানেন। তার সূচিত ও রচিত ইসলামী রচনা প্রায় এক হাজার। ইলম ও সাধনায় এবং সমাজ সংস্কারে তার ভূমিকা ইতিহাসের পাতায় আজো অম্লান। একবার তিনি যাচ্ছিলেন সাহারানপুর থেকে কানপুরের উদ্দেশে। সাথে তিনি বেশকিছু আখ নিয়েছিলেন।

রেলবিভাগ কর্তৃক নির্ধারিত ওজনের চেয়ে এ আখগুলোর ওজন বেশী কিনা, তা নিশ্চিত হওয়ার জন্য তিনি মাপাতে চাইলেন। বেশী হলে তিনি মাশুল দিয়ে সেগুলো বহন করবেন। ওজন করার জন্য নির্ধারিত জায়গায় আখগুলো নিয়ে গেলে কেউই তা মাপতে চাইলোনা। অমুসলিম কর্মচারীরাও পরম শ্রদ্ধাভরে তাকে অনুরোধ করছিলেন, মাপ ছাড়াই আপনি ট্রেনে উঠুন। আমরা গার্ডকে বলে দিচ্ছি।

হযরত থানভী তাদের দিকে তাকিয়ে বললেন. - গার্ড কোন পর্যন্ত যাবে? - গাজী আবাদ পর্যন্ত। - তারপর কী হবে? - এই গার্ড পরবর্তী গার্ডকে বলে দিবে। - কিন্তু এরপর? - ঐ গার্ড আপনাকে কানপুর পর্যন্ত পৌছে দিবে। সেখানেই তো আপনার শেষ গন্বব্য। - আরে না না, কানপুর গিয়েই তো আমার সফর শেষ নয়।

পরকালের সফরেও তো আমাকে যেতে হবে, সেখানে কোন গার্ড আমাকে বাঁচাবে? মাশুল না দিয়ে এ আখগুলো নেয়ার কৈফিয়ত সেখানে কে জানাবে? এ কথাগুলো শুনে কর্মচারী আর অফিসার বাবুদের সবাই হতভম্ব হয়ে গেলেন। পাশে দাড়ানো কয়েকজন হিন্দু শিক্ষিত ভদ্রলোকরা পরস্পর বলাবলি করছিল, এ দুনিয়াতে আজও এমন লোক রয়েছেন যারা তাদের খোদাকে এত ভয় করে!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।