হরতাল শব্দটা শুনলেই মজা লাগে... বাসা থেকে বাইর হইয়াই পড়লাম মাইনকার চিপায় । ঘটনা কি, এত সকালে রাস্তায় এতো জ্যাম কেন !!!! আবার দেখি ব্যাটা ফাল্গুন নিজের রাস্তায় না গিয়া রূপসী বাংলার সামনে দিয়া যায় ... বাসে বইসা মনে মনে চিন্তা করি, সারা জীবনে ফাল্গুন শাহাবাগ দিয়া যায়, আজকে হঠাত ভি আই পি হওনের মন চাইলো কেন !!!! উপরি পাওনা হিসেবে জায়গায় জায়গায় মাইকের কান ফাটানো আওয়াজ । আওয়াজের ঠেলায় কানে তাড়াতাড়ি হেডফোন দিলাম...
যাউকগা, মনের মধ্যে একগাদা প্রশ্ন নিয়া আর ২০ মিনিট লেট কইরা ঢুকলাম ক্লাসে । ঢুইকাই দিলাম কমপ্লেন । স্যার, এইডা কিছু হইলো !!!!! স্যার বলে, আজকে প্রাগোইতিহাসিক ৭ই মার্চ না !!!!!!! ভুইলা গেলা !!!!! সবাই যেই হাসিটাই না দিলো !!!!! পুরাই বেকুব হিয়া গেলাম ...
বিমর্ষচিত্তে ক্লাশ করলাম ।
বাসায় ফেরার জন্য বাসের লাইনে দাড়াইলাম । হায়রে কপাল মন্দ, বাস চলা দেখি বন্ধ ... মানে আবারও বিপুল পরিমানে জ্যাম । ঝিম মাইরা বইসা থাকলাম । সায়েন্স ল্যাবের সামনে নাইমা গেলাম । ধুত্তোর, বাসের গুষ্টি কিলাই... বাটা সিগন্যাল থেকে উঠলাম রিক্সায় ।
সামনে সমর্থকদের বিশাল উল্লাস...
রিক্সার পাশেই একটা এম্বুলেন্স তারসরে সাইরেন বাজাইতেছে ... পো পো পো পো !!!! কিন্তু সমর্থকদের কারো কোনো ভ্রুক্ষেপ নাই... আজব দেশ । রোগী মরে তাও রাস্তা ছাড়ে না ।
ঠিক সেই মুহূর্তে কানে আসলো, " বাংগালী মুক্তি চায়... আমরা আর কষ্ট সীকার করবো না......"
আমিও মনে মনে বললাম, জী পিতা । আপনে যথার্থই বলেছেন । বাংগালী এবার সত্যিই মুক্তি চায়... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।