আমাদের কথা খুঁজে নিন

   

অনু আশার ক্ষয়ে ক্ষয়ে মিলে যাওয়া

আমি ৫০০৯৩ নম্বর ব্লগার কিছুক্ষণ হলো সকালের সোনা রোদ চলে গেছে দোয়েলের বলা হলো না শেষ কথকতা, অবিরাম স্তব্ধ থাকা নদীর স্বভাবে প্রতিকূল নিস্তব্ধতা পছন্দকারী কৃষ্ণচূড়া গুলো বুড়ো হয়ে গেছে কতদিন! ঝড়ে ক্ষয়ে ক্ষয়ে স্বাক্ষী রেখে কত স্মৃতি ওরা আজ আরো বেশি নন্দিত। রোদের তাপ এবার একটু বাড়ল বাবুই গুলো শ্রমের মূল্য ভাবছে বসে তোমাদের স্পর্শের বাইরে থেকে ওরাও পুড়িয়ে গেল কত কাঠখড়, বালুতটে শুকিয়ে যাওয়া স্মৃতির মত। কত স্বপ্ন বিসর্জন দিয়ে তোমরাও অনির্বার চলে চলে এই অনিকেত পৃথিবীতে হিমেল গৌরবে আকন্ঠ মিলে যাও আশার গান, সেটাও তি অনন্তের তীরে স্পর্শের বাইরে নয়? একদিন তো উধাও হবে নিভৃতে এইসব চঞ্চল নৃত্য সন্ন্যাসীর নির্জলা আবেগে ভরে নিতে স্বপ্ন আর আমিও বিসর্জিত হব বলে তোমরা পরবে কত শানিত সাজ তবু বিতাড়িত স্বপ্ন নিয়ে অনুণ গেয়ে যাব ছড়িয়ে থাকা অনাবিল শান্তির বাণী হৃদয়ের আশা ফুরায় যখন নিঃসঙ্গ পাহাড় চূড়াতে তুমি নির্ঘুম ঝর্ণা তখন নিসর্গ বনান্তরের বুক চিরে অবাধ্য উল্লাসে ফেটে পড় অনেক বসন্তে চাঁদের সমাধির মত। শস্যহীনা হলদে মাঠের কত আহবান ছুঁড়ে দোয়লের শিষ আবলীলায় অবহেলা করে কখনো তোমার মৌন বাতায়নে আসেনি কি চেনা সন্ধ্যার বাতাস? লালপেড়ে তুমি সঞ্চারিত হওনি কি কখনো কারো মুগ্ধ মনের প্রান্তরে, চিলেকোঠার কবি করে রাখিনি তোমায় নিঃশব্দ বিস্তরণে হওনি তুমি বিলীন বৃষ্টিতে ভেজা শৈবাল হয়তো। সাধের সীমান্ত পেরিয়ে তোমার মর্মরিত উন্মুখ উচ্ছ্বাস অনন্ত আবরণ ছিঁেড় আবৃত হয়েছিল। ওপারে ঝরঝরে শ্রাবণ মন কেমন করা দুপুর আর ক’ফোঁটা চাঁদের ঝিলিমিলি আরো একটু উদাসীন্য আমার ক্লান্ত মন-প্রান্ত ছুঁয়ে যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।