সম্ভাব্য সকল দৃষ্টিকোণ থেকে দেখতে চাই .......... আর যদি একটা গুলি চলে....... বজ্র কণ্ঠে সতর্ক করে দিয়েছিলেন জাতির জনক, তিনি তার কথা রেখেছেন আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কিন্তু গুলি আজও চলে......... মানুষ আজও মারা যায়......... সেই বজ্র কণ্ঠ আজ আর নাই,নাই তার কোন যোগ্য উত্তরসুরী, আর তাই সীমান্তে যখন আমার বোন/ভাই গুলিতে মারা যায় তখন সরকারের দায়িত্বশীল পদে আসীন কর্তাদের মুখে জাতির জনকের সেই বজ্র কণ্ঠের কোন প্রতিধ্বনি শুনতে পাওয়া যায় না,পাওয়া যায় ১৮০ ডিগ্রি বিপরীত মুখি বক্তব্য........... সীমান্তে হত্যা কাণ্ড নিয়ে সরকার চিন্তিত নয় এরা মুজিব আদর্শের ছিটেফোঁটাও বুকে ধারন করার যোগ্যতা রাখেনা কিন্তু মুজিবের নাম ভাঙ্গিয়ে জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যেতে সদা তৎপর। তবে আশার কথা এদেশের লড়াকু জনতা এখন অনেক সচেতন হয়ে গিয়েছে আর তাই মুজিবের নাম ভাঙ্গিয়ে "আড়িয়ল বিলে" করতে যাওয়া জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড থেকে সরকারকে নাকে খত দিয়ে তাড়িয়ে দিয়েছে। জানি লাভ হবে না তবুও আওয়ামী নেতৃত্ব কে বলি এবার একটু বাস্তবে আসুন, পশ্চিম পাকিস্তানিরা তো এখন আর আমাদের বুকে গুলি চালায় না,গুলি চালায় ঐ ভারতীয় বিএসএফ,আর তাই জাতির জনকের বজ্র কণ্ঠের চর্চ্চা করুন,বুকে বঙ্গবন্ধুর মত সাহস সঞ্চয় করে বলুন...... আর যদি সীমান্তে একটা গুলি চলে......... কান্টি টুটুল ৭ই মার্চ,২০১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।