আমাদের কথা খুঁজে নিন

   

আমার দেশ ও ইত্তেফাকের মধ্যে পার্থক্য কোথায়???

কিছু বলার নাই:: ইত্তেফাকের ফ্যান পেজে ছবিটি দেখে চমকে গিয়েছিলাম। আমার বিশ্বাস ছিল ইত্তেফাক আমার দেশের মত এডিট করা ছবি প্রকাশ করবে না। কারণ ইত্তেফাকের একটা ইতিহাস আছে। তোফাজ্জল হোসেন মানিক মিয়া এটির প্রতিষ্ঠাতা। নকল ফ্যান পেজ হতে পারে তাই প্রথমে গুরুত্ব দেই নি।

পরে ফ্যান পেজের ভিতরে প্রবেশ করে ইত্তেফাকের সাইটে গিয়ে চেক করলাম। সাথে সাথে অবাক হয়ে গেলাম। ইত্তেফাকের অফিসিয়াল ফ্যান পেজ ছিল সেটি। মাহমুদুর রহমান মক্কা শরিফের গিলাফ নিয়ে এডিট করে প্রকাশ করেছিলেন। পরে অবশ্য সেটা প্রত্যাহার করে ক্ষমা চেয়েছিলেন।

কিন্তু ইত্তেফাকের এই কাজটিও মাহমুদুর রহমানের পর্যায়ে পড়ে। তারেক রহমান চোর হোক ডাকাত হোক আর ভাল মানুষই হোক সেটা নিয়ে আমার কোন কথা নাই। আমার কথা হল, ইত্তেফাক কেন বা কোন উদ্দেশ্যে এই ছবিটিকে বিকৃতভাবে এডিটে করে জাতির সামনে উপস্থাপন করল?? এটাই কি সাংবাদিকতা?? মানিক মিয়া কি এটাই শিখিয়েছিলেন আপনাদের??!! যারা অপসাংবাদিকতা করে শুধু মাত্র তারাই এই কাজটি করতে পারে। আমার বিশ্বাস ইত্তেফাক সাংবাদিকতা করে অপসাংবাদিকতা নয়। তাই ভূল ক্রমে যদি এটি প্রকাশ হয়ে থাকে তবে প্রত্যাহার করা হোক এবং যে এই কাজের সাথে জড়িত তাকে চিণ্হিত করা হোক।

কারণ এর সাথে মানিক মিয়ার সম্মান, মর্যদা জড়িত। ছবির লিংক: Click This Link ইত্তেফাকের লিংক: Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।