আমাদের কথা খুঁজে নিন

   

টুডি- থ্রিডি এনিমেটর কেউ আছেন কি?

I would like to continue with all of here সামুর ব্লগার বন্ধুদের মধ্যে কি কেউ টু-ডি বা থ্রিডি এনিমেটর কেউ আছেন? যদি থাকেন তাহলে তাদেরকে একটা মোটামুটি বাজেট পাঠানোর অনুরোধ করবো। যদি তিনঘন্টার একটা চিত্রনাট্যকে টুডি বা থ্রিডিতে তৈরি করতে হয় তাহলে কতো খরচ পড়বে? কত সময়ই বা লাগবে এটা জানতে চাই। যতটুকু জানাতে পারছি এই মুহুর্তে সেটা হচ্ছে কোন একটা প্রজেক্টের আওতায় বাংলাদেশের কোন একটা লোককাহিনীকে এনিমেটেড করা হবে। যদি কেউ কাজটা করতে চান তাহলে দয়া করে আমাকে মেইলে জানান। সঙ্গে এই ধরনের কাজে আপনার অভিজ্ঞতার কথাও জানাতে ভুলবেন না।

আমি দুঃখিত যে এই কাজে আমার প্রফেশনালদেরই দরকার- তাই নবিশদের এই মুহুর্তে কাজে লাগাতে পারবো না। সাথে আরো জানাবেন যে টুডি বা থ্রিডি যেটাতেই কাজ রকতে চান না কেন- কোন কোন সফটওয়্যারে আপনি কাজটা করতে চান। কেউ কেউ বলছেন বাইরে থেকে কাজটা করাতে- কিন্তু আমি জোর করে হলেও চাই আমাদের দেশের মেধাকে কাজে লাগিয়েই কাজটা করতে। আশাকরি ব্লগাররা আমাকে নিরাশ করবেন না। সবাই ভাল থাকবেন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।