আমাদের কথা খুঁজে নিন

   

......মৎস কেন বাতিল......

ভালো থাকতে চাই..। যা কিছু ভালো সেদিকে সবাইকে আহবান.। “বাবা, প্লিজ এটা কিনো না” “কেনো, মা !” “আমার এটা খেতে একদম ভাল্লাগেনা, একদম পঁচা” “মামনিকে বলব তোমাকে মজা করে রান্না করে দেবে” “না বাবা, আমি তাও খাবো না, মাছগুলোতে খুব কাঁটা আর গন্ধ” বাবা তারপরও মাছ কিনছে দেখে মেয়ে চেচিয়ে উঠল, “বাবা তুমি কিন্তু শুধুশুধু টাকা করচ করছ, আমি মাকে বোলে দেব” কথোপকথনটা একজন বাবা আর মেয়ের একটা ওয়ান স্টপ মলে । চুপি চুপি শুনে ফেলেছি কারন আমিও পাশে কিছু কেনাকাটা করছিলাম। কেন জানি মাছ এখনকার বাচ্চাদের পছন্দের তালিকা থেকে একদম বাতিল হয়ে গেছে । কিন্তু কারনটা কি ? এত রকম মাছ আর তার এতরকম স্বাধ সেটা কি হেরে যাচ্ছে মাত্র দুই/তিনটা স্বাধের মাংসের কাছে ????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।