সাদা মনের মানুষ ভারতকে মনে প্রাণে ঘৃণা করি এবং ভারতীয় যে কোন পণ্য ব্যবহার থেকে স্বজ্ঞানে বিরত থাকি হোক সেটা টিভি সিরিয়াল অথবা কোন প্রসাধনী সামগ্রী। কিন্তু একটা জিনিসের হাত থেকে এখনো পরিত্রাণ পাইনি, সেটা হচ্ছে আমার চার বছরের পুরানো ওয়ারিদ ( বর্তমানে এয়ারটেল ) নাম্বারটি। জব এপ্লিকেশনে সব জায়গায় আমার সিভিতে এয়ারটেল নাম্বারটি দেয়া ছিল, যেকোন সময় ফোন আসতে পারে যে কোন কোম্পানি থেকে, এই আশায় নাম্বারটী পরিবর্তনও করা হচ্ছে না
পহেলা মার্চ আমার অনেক বন্ধু বান্ধব এয়ারটেল সিম বন্ধ রেখেছিল। কিন্তু আমার আর কোন নাম্বার নাই দেখে বাধ্য হয়ে এয়ারটেল সিমটা চালু রাখতে হলো। আবার সেদিন কিছু জরূরী কল করা প্রয়োজন ছিল বলে মোবাইলে ১০০ টাকা লোড দেই।
এয়ারটেলের বোনাসের কথা তখনো জানতাম না। পরে শুনেছিলাম ভারত বয়কট আন্দোলনকে কাচকলা দেখাতে এয়ারটেল ১ মার্চ রিচার্জের উপর ২০০% বোনাস দেয়। মোবাইলে ব্যালেন্স চেক করে দেখি আমারো বোনাস এসেছে পুরা ২০০ টাকা।
ভালো কথা, সেদিন থেকে যতগুলা কল করেছি, প্রতিটা কল আমার মেইন ব্যালেন্স থেকে কেটেছে, ২ দিন পর দেখলাম মেইন ব্যালেন্স আছে ১ টাকা। *৭৮৭*১# এ ডায়াল করে দেখলাম বোনাস ব্যালেন্স হয়ে গেছে ০০.০০ টাকা যেটা দুদিন আগেও পুরা ২০০টাকা ছিল!!!!কাহিনী কিছুই বুঝলাম না।
নিরীহ বাংগালীর সাথে এরকম বাটপারি আর কতদিন????সহ্যের একটা সীমা আছে!!!! আমার চার বছরের পুরানো নাম্বার আর কেয়ার করি করিনা, এয়ারটেল আর ইন্ডিয়ার চোদ্দগুষ্টির মায়েরে বাপ এর পর থেইকা টেলিটক ইউজামু!!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।