নতুন আইন ফুটপাতে মটর সাইকেল যেন না ওঠে ঢাকা শহরের সড়কে নাগরিকদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে কয়েকটি নির্দেশনা দিয়েছে হাই কোর্ট। তাইলে হাই কোর্ট কেনো নির্দেশনা দিলোনা ??? ১) পাবলিক যেনো ওভার ব্রিজ / জেব্রা ক্রসিং থাকতে রাস্তার মধ্যে দিয়া ছাগোলের মতো রাস্তা পার না হ্য় । ২) সিগনাল ছারলেই গাড়ি গুলারে হাত দেখাইয়া জ্যাম লাগাইয়া রাস্তা পার না হ্য় (মনে হয় সিগনাল ছারছে যেনো হের লইগা ) ) ) ) । ৩) ফুটপাথ ছাইরা (ফুট পাতে দোকান এর জন্য) ফুল বাবুর মতো রাছতা দিয়া না হাটে। ৪) খোলা রাছতায় পাবলিক যেনো না দেখা যায়। তাইলে রাছতায় ও জ্যাম লাগবো না আর মটর সাইকেল ও ফুটপাথে উঠবো না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।