আমাদের কথা খুঁজে নিন

   

নিঃশব্দ-২

মাথায় টোকা মাইরা দেখেন তো ফাঁপা আওয়াজ আসে নাকি! আর যাই হোক জোর করে কাব্য চর্চা হয় না পরম মমতায় হত্যা কিছু আর্তচিৎকারকে মেরুদন্ড বেয়ে বয়ে যাওয়া শীতল শিহরণ চকিত দৃষ্টি, ষষ্ঠ ইন্দ্রিয়ে কান পাতা নিকস আঁধারের বুক ফাঁড়ে আলোর তলোয়ার হরিণীর বুক থেকে মুখ তুলে পালিয়ে যায় কোন এক নপুংশক সম্ভ্রমের লাল রঙে ভিজে ওঠে সবুজ মলিন দূর্বা হাজার হাজার শব্দ হুটোপুটি করে প্রবল সুনামি বেগে ধেয়ে আসে ঘৃণায় মুখ বাকিয়ে সিগারেটে শেষ টান দেয়া নিউরনে প্রজ্বলন পিষে ফেলা ফিল্টার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।