আমাদের কথা খুঁজে নিন

   

যা দেখি তাই লেখি ০৩/০৩/২০১২

আমার নাম মন্জু, আমি সবাইকে আইনি সহায়তা দিতে চাই... খুব সকালে ঘুম ভাংগে। পুরো ঘুম ভাংগার আগেই বাইরের মেইন গেটে টন টন শব্দ শুনা যায়। হাত মুখ ওয়াস করার আগেই দেখতে গেলাম কে বা কাহারা। কেচি গেইট খুলতেই কুয়াশায় আচ্ছন্ন সকাল। মনে হলো অহ আরকেটু ঘুম হলে হয়ত দিনটা আরেকটু ভাল যেত।

ডাক দিলাম কে কে , কোন শব্দ নেই। মনে মনে ভাবলাম আবার কোন সন্ত্রাসী হবে নাত। আমি আস্তে আস্তে গেট খুলতেই ছালাম দিয়ে বলে ভাই আমাদের সাথে বের হতে হবে। জানতে চাইলাম কোথায়। বলে, ভাই কালেকশানে।

মনে মনে বলি, আরে গত রাতে বেশী রাতে বাড়ীতে ফেরা হলো ওয়াজের কালেকশান করে আজ না জানি কি? আমার প্রশ্ন কিসের কালেকশানে। বলে, ভাই ওয়াজের কালেকশানে। আবার সেই ওয়াজ। বার বার একই কথা ওয়াজ। ওয়াজ ওয়াজ আর ওয়াজ।

আবার মহিলাদের বসার সু-ব্যবস্থা আছে যদিও আমাদের মসজিদের ইমাম সাহেব গত কাল ওয়াজ করে বলেছেন , মহিলাদের ওয়াজে সৃ-ব্যবস্থা থাকা দরকার নেই কারণ মহিলারা ঘরে বসে ওয়াজ শুনাই ভাল বেশী উত্তম । ইমাম সাহেব কেন বলেছেন তা আমি জানিনা। আমার কাছে ভাল মনে হয়েছে। দূরে ওয়াজ না হলে কাছে থেকে মাইকের শব্দ ভালই শুনা যায়। তবে মুসল্লীদের ব্যাপার ভিন্ন কারন মুসল্লিদের পর্দার ব্যাপার নেই।

এ বছর লাখ টাকা নয় কোটি টাকার ওয়াজ চলছে গাজীপুর জেলায়। আমি খুব অবাক হই যে দেশের মানুষ না খেয়ে জীবন যাচ্ছে সে দেশে রাজনীতিতে, ওয়াজে বা বিভিন্নভাবে কত টাকা খরচ হচ্ছে তার কোন হিসেব নেই। এ সব রাজনৈতিক লম্বা কথায় কোন মানুষের ভাল লাগে বলে আমার মনে হয় না । আবার এসব লম্বা ওয়াজে কোন মুসলমানের দিলে বা মনে পরিবর্তন হয়েছে বলে আমার মনে হয় না। হয়েছে উল্টো, আগে কোন নেতা বক্তৃতা দিলে মানুষ বক্তৃতার অর্থ খুজে বের করত।

চিন্তা করার মত বিষয় ছিল। এখন বক্তৃতা শুনলেই শুনা যায় আওয়ামী লীগের কোন নেতা হয়ত বলছেন খালেদা জিয়া শারিরীক এবং মানষিক ভাবে অসুস্থ কিংবা বি এন পির কোন নেতা বলছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা চালের বর্তমান দাম না জেনেই কথা বলছেন অথবা মিথ্যাচার ২০১৩/২০১৪ সালে বিদ্যুৎ সমস্যা থাকবেনা। তেমনই ওয়াজেও তাই হয়েছে, ছোটবেলায় দেখতাম ওয়াজের কথা শুনলেই মানুষ ভেংগে পড়ত ওয়াজ শুনার জন্য। এখন মাইকের মাইকিং এর যন্ত্রনায় ঘরে বসে থাকা দুস্কর তারপরও শুনা যায় লোক জমায়েত কঠিন হয়ে পড়েছে। তারে মানুষের কাছে ওয়াজও ভাল লাগছেনা।

এসবের কি সমাধান? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।