আমাদের কথা খুঁজে নিন

   

না না, ও কিছুনা

আমরা মনে করি রাজাকারদের পুরো বাহিনীকে ধরনী থেকে নিশ্চিহ্ন না করা পয'ন্ত আমাদের যুদ্ধ থামানো যাবেনা-তাই সবার প্রতি আহবান, আসুন- নিজ বাড়িতে নব নব প্রজন্মকে উদ্ভুদ্ধ করি। মনে রাখবেন, পরিকল্পিত আর সংগঠিত বাংলা'র শক্তি অপ্রতিরূদ্ধ। এই লড়াইয়ে বিজয় আমাদের হবেই মিষ্টার মজিনা, ভরসা তো পাচ্ছিনা একজনে বলে আছে বাহিনী আরেকজন বলে নাই। সত্যিটা যে বড়ই জানিতে চাই! সরকার বলে, 'আমেরিকা? ও কিছুনা' জনগন বলে, 'ওরাই তো সরকারের বাপ-মা!' মজিনা বলে, 'এদেশে সৈন্যরা থাকেনা' তবে। তবে একটা তবে আছে! সৈন্যেরা এদেশে নাকি যাওয়া আসা করে? ভাত খায়- কাপড় পিন্দে- ঘরে বউ পালে- নৌকায় পাল উঠে। বাড়া ভাতে ছাই পড়ে। আহা হা হা জনাব মজিনা, না না না.... ও কিছুনা। গ্যাস-তেলগুলো সব যাবে আমাদের সাগর থেকে সোজা আমেরিকাতে। সৈন্য লাগবে বুঝি পাহারা দিতে? র‌্যাব -সোয়াত আছে না? নইলে আপনাদের সৈন্যেরা আছেনা? না না মজিনা ও কিছুনা।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।