আমাদের কথা খুঁজে নিন

   

এক মানবীর আবেগহীন হাওয়ার চেষ্টা..................

আমার পাগলজীবন............।। আমি পুড়ে যাই খোলা আকাশের নিচে এই মধ্য দুপুরে এক মানবীর না বোঝার অভিনয়ে, আমি ভুলে যাই আজ আমার সীমারেখা হঠাৎ এক মানবীকে স্পর্শ করার অস্থিরতায় তাইতো আবার তোমার কাছেই যাই ফিরে যাই.............. নিঃশব্দ দাড়িয়ে একা আমার না পাওয়া গুলো জানিনা কেন মনে পড়িয়ে দেয় এই মধ্য দুপুরে তোমায় হয়তো তোমার ওখানে এখন সকালের সোনা রোদ হোক সে সকাল কিংবা মধ্য দুপুর, আবেগ কি আর কখনো সময় হিসেব করে ????? জানি তোমার হৃদয়ে কখনই এই অনুভূতি ছুয়ে যায়না, আবেগহীন মানুষ গুলো সুখি হয় বেশি তাই বোধয় তোমার অনুভূতিহীন হওয়ার চেষ্টা করা ????? জানিনা আবেগহীন হওয়ার পর তোমাকে আর মানবী বলা যাবে কিনা !!!?? হয়তো তাতেও তোমার কিছু যাবে, আসবে না জানি তুমি এক বিন্দু কষ্টও পাবেনা কেননা তুমি দিন দিন আবেগহীন হয়ে যাওয়ার চেষ্টা করছো...................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।