আমাদের কথা খুঁজে নিন

   

বই মেলায়

আপাতত ঘুরপাক খাচ্ছি! ঝাকড়া চুলের বাবরী কাধেতে ঝোলানো ব্যাগ হাঁটু ছাড়ানো তেল কুচ-কুচে পাঞ্জাবী জুতার শুকতলা ক্ষয়ে ক্ষয়ে পায়ের গোড়ালী দৃশ্যমান যেন ভারী বাহন চলার রাস্তা ইট পাথর উঠে গিয়ে নড়বড়ে ভীত। দিনে দিনে অনেক কানাগলি প্রকাশকদের অবকাশবাড়ি মাড়িয়ে অবসন্ন চিত্তে আজ মেলায় এসেছেন কবি। গোটা কয়েক সাদা কাগজে কালো কালির ছাপা অক্ষর গোটা গোটা ছড়িয়ে আছে পৃষ্ঠার শুরু থেকে সমাপ্তি পাতায় এক অচেনা অরণ্য পথ যেন পথের দু'ধারে অজানা ফুল পাখি। মেলার বুক চিরে সদর্পে হাঁটা নিটোল রমনীকূলের একজন এগিয়ে এলেন ধীর পায়ে সচরাচর যেরকম দেখেন তারা সেরকমই ঘুরে ফিরে এপাশ ওপাশ নতুন বইয়ের প্রচ্ছদ জুড়ে দশ আঙ্গুলের ছাপ। তবু প্রথম প্রেম প্রথম চুম্বন প্রথম সন্তান জন্মের আনন্দ কবির দু'চোখে। একদিন সন্তানরা মানুষ হবে! ছবিঃ নিজস্ব এ্যালবাম।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।