আমাদের দেশে বেকারা নানা ভাবে সময় অপচয় করে । আথচ একটু চিন্তা করে দেখুন ১০ জন বা ২০ জন বেকার এক হয়ে যে কোন একটা কাজ করতে পারে । আসুন দেখি তারা কি কি করতে পারে ।
আমাদের দেশে গ্রামে ও শহরে নানা ধরনের বেকার । শহরের থেকে গ্রামে তাদের সংখ্যা বেশি ।
তাহলে গ্রাম দিয়ে শুর করি ।
প্রথম কাজ হল গ্রামে কত জন বেকার আছে তা গণনা করা । বেকারদের আবার ভাগ আছে । সাময়িক বেকার , বিদেশ যাবে যাবে বেকার । চাকরি নাই বেকার , বাবা হোটেল বেকার আর নানা ধরনের বেকার।
১০ জন
এক হওয়া টা অনেক কষ্ট কর । তার পর ও যদি এক হতে পারে তাহলে প্রথম তাদের কাজ হবে গ্রামের সমস্যা কি কি তা বের করা । ঐ সমস্যা নিরসনে কাজ করা । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।