"বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র" গত ১২ ই ফেব্রুয়ারি থেকে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত চলা বাংলাদেশ-ভারত সাইবার যুদ্ধের সময় মুন্নি সাহা কোথা থেকে কোডরেড হ্যাকার নামে একজনকে ধরে এনে এই যুদ্ধের সর্বাধিনায়ক ঘোষণা করে বসলেন!!! এই যুদ্ধের নেতৃত্বে যারা ছিলেন ( Bangladesh Black HAT Hackers, H4ck3r5 Un173d (Hackers United), 3xp1r3 Cyber Army, বাংলাদেশ সাইবার আর্মি) তারা সরাসরি এই সংবাদের বিরোধিতা করেন।
বাংলাদেশ ব্লাক হ্যাট হ্যকারস তাদের ফেসবুক এর ফ্যান পেজে এ ব্যাপারে সবাইকে সতর্ক করেন।
কে এই 'কোডরেড হ্যাকার'??
অবশেষে উম্মোচিত হল এটিএন নিউজ এর বানানো 'কোডরেড হ্যাকার' এর পরিচয় !!
তার নাম শাহরিয়ার হাসান পৃথিবী, ২০০৭ সালে সে কাজ করত রেডিও ফুর্তি তে সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে। আগস্ট ২০০৯ এ তাকে রেডিও ফুর্তি থেকে বের করে দেয়ার পর সে নিজে একটি অনলাইন রেডিও করে নাম দেয় রেডিও আনমিক্সড, কোন কারনে তার রেডিওটি মার্কেট পায়নি বলে সে রেডিওটি বন্ধ করে দেয়। পরে সে দা টোমাটো নামে একটি কোম্পানী তে, দা টোমাটো একটি ওয়েব ডিজাইন ও ডেভেলপ,ওয়েব হোস্টিং এবং আই এস পি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) কোম্পানী।
ঐখান থেকে স এ কিছু ওয়েব ডেভেলপিং এবং ওয়েব সম্পর্কিত কাজ এর উপর ধারনা করে নেয়। পরে দা টোমাটো এর অধিনে খুলে রেডিও আহা (এখনো চলছে), সে খান থেকে বেরিয়ে সে যোগ দেয় নতুন জন্ম নেয়া এফ এম রেডিও ''পিপলস রেডিও'' তে। সে অনিক খান এর খুব কাছের একজন বন্ধু। অনিক খান এটিএন নিউজ এ ইয়াং নাইট নামে একটি প্রোগ্রাম করে। সেই খাতিরে তাকে ঐ দিন নিয়ে যাওয়া হয় ঐ প্রোগ্রামে যেখানে তাকে বানানো হয় কোডরেড হ্যাকার।
মুন্নি সাহার সাথে তার ভিডিও টি দেখতে এখানে ক্লিক করুন।
[কৃতজ্ঞতাঃ তালপাতার সিপাহী, Blood Soldier (রক্ত সৈনিক) ] ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।