প্রাইম এশিয়া আর সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়ের পোলাপানদের মারামারি থেকে আমরা কি শিখলাম? ১.মারামারি একটি মৌলিক অধিকার। ২.মারামারি শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ে হয় বলে যে অপবাদ দেয়া হয় তা থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহকে মুক্ত করার এ এক মহতী উদ্যোগ। ৩.মারামারি একটি সার্বজনীন ব্যাপার। ৪.মারামারি করার মাধ্যমে দেশীয় সংস্কৃতিরও চর্চা হয়। যেমন-লাঠিখেলা। ৫.সন্ত্রাসীদের যেমন কোন দল নেই(নেতাদের মতে),কোপাকুপি-মারামারির ও কোন পাবলিক-প্রাইভেট ভেদাভেদ নেই। :p ছাত্র ভাইয়েরা কলম ফেলি দাও...সবাইরে কোপায়া ভাজ করি ফেলাও ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।