আমাদের কথা খুঁজে নিন

   

চা পানে বেশি ঘুম হয়, নাকি কফি খেলে? এই লেখা পড়ার পরে সিদ্ধান্ত নিন!

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। প্রথম আলো তে রিপোর্টটা বেরিয়েছিল। আমি নীচে লিখলাম যে, কফি পান করলেও ভাল ঘুম হয়। Click This Link কাহিনীটা একটু খুলেই বলি। ১৯৮১ সালের ৩০ শে মে।

চট্টগ্রাম সার্কিট হাউজে আজকে অনেক ভিআইপি আছেন। এদের ভেতরে সে সময়ে ক্ষমতাসীন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক বি চৌধুরীও আছেন। দলের গুরুত্বপূর্ণ মিটিং শেষ করে সবাই বেরুবেন। তার আগে সবাই কফির কাপে চুমুক দিচ্ছেন। কিন্তু তারা কেউই জানেন না, প্রেসিডেন্ট জিয়ার সাথে তাদের সেইটাই তাদের সর্বশেষ সাক্ষাৎকার।

চট্টগ্রাম সার্কিট হাউজে গিয়ে দেখেছি, যে রুমে প্রেসিডেন্ট জিয়া ছিলেন আর যেখানে উনাকে হত্যা করা হয়, বি চৌধুরির রুম সেই স্থান থেকে খুব কাছে। পরবর্তিকালে উনি সাংবাদিকদের বলেছিলেন যে সেই রাতে কফি খাবার পর উনার গভীর ঘুম হয়েছিল এবং উনি কোন গোলাগুলির শব্দই শুনতে পান নাই। খুব সম্ভবতঃ জিয়া হত্যা মামলায়ও উনি সাক্ষী হিসাবে নেই। তাই আমি প্রথম আলোর কমেন্ট লেখার জায়গায় বললাম যে এই ঘটনার পরে কফি পানে গভীর ঘুম হয় গোছের একটা লেখা দিতে। আর ওরা গোস্বা করলো আমার লেখার উপরে।

সেইটা পাবলিশ করল না। নাকি বি চৌধুরী স্ত্রী-র দিক দিয়ে শেখ হাসিনার আত্মীয়, এইটাই কি তাকে তার সমন্ধে নেগেটিভ খবর থেকে নিরাপত্তা দেয়? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।