আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ
এক কূর্দীর সাথে কাজ করি। তাকে বলছিলাম এই মার্চ মাস ১৯৭১এ আমাদের পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। আর ১৬ই ডিসেম্বর বিজয় অর্জন করে বাংলাদেশ নাম হয়। তখন সে বলল তোমার দেশটা পাকিস্তান হতে কত দূরে? আমি বললাম ১২০০ মাইল। সে বলল আমি ইন্টারনেটে দেখেছি পাকিরা এখনও প্রায়ই তোমার দেশকে East Pakistan বলে।
আমি জানতে চাইলে সে Youtube এর নিম্নের ভিডিওটি দেখায়;
Pakistan National Anthem (Official Video) Bay Jhanzaib's Adeez.flv
Click This Link
আমি বুঝলাম এটা তাদের জাতীয় সংগীত। কিন্তু ভিডিওটির ১ মিনিট ৫০ হতে ৫৫ সেকেন্ডের মধ্যে হঠাৎই দুই দেশের ছবি দেখিয়ে West Pakistan এবং East Pakistan দেখানো হল। না এতে আছে সালের বর্ণণা যে এটা ১৯৪৭ সাল। আর এটা যখন দেখানেই হল তখন এটাও দেখানো উচিত ছিল আমরা ১৯৭১ সালে বাঙালীদের কাছে যুদ্ধে হেরে গেছি তাই ওটা এখন স্বাধীন বাংলাদেশ। বিষয়টি অবশ্যই একপেশে।
এর কারণ হল ১৯৭২ হতে ভুট্টো সে দেশের শিক্ষা ও ইতিহাসের পাঠ্য পুস্তকে এটাকে বিকৃত করে লিপিবদ্ধ করেছে। তাদের মনোভাব ওটা এখনও আমাদের পূর্ব পাকিস্তান। সাবেক বেনজীর ও বর্তমানে তার স্বামী আসিফ জারদারীর পিপিপি দল ক্ষমতায় থাকলে বাংলাদেশ সমন্ধে নিজেদের কুকর্ম ঢেকে বিভ্রান্তিকর ও মিথ্যা কথা বলে। আক্ষরিক অর্থেই পিপিপি গোষ্ঠী অহংকারী। আমি সেখানে যেয়ে এটার পরিবর্তন করার জন্য বলে আসছি;
Please note there is no more East Pakistan. It is now Bangladesh. So this music video's up loader must change or cut off West and East Pakistan scene. This is just national anthem of Pakistan and not one sided history!
BangladeshiHero 28 minutes ago
যেহেতু কোটি কোটি বাংলাদেশী নাগরিক আমরা নেট ব্যাবহার করি তাই আমাদের যার যার পক্ষে সম্ভব ইউটিউবে এই ভিডিওটির সেই দৃশ্য বাদ দেওয়ার জন্য দাবী জানানো উচিত!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।