এই ঠিকানায় আর নেই, ফিরে আসবো কিনা জানিনা। ১
ঈশানের অভিমুখে আলোকবর্ষ দূরে বসন্তের আবগাহন,
কোন এক নির্জন অববাহিকায় এ উপলক্ষে সংক্রান্তি উৎসব চলছে।
এক পাল মায়াবতী হাওয়া লেগেছে কৃষ্ণচূড়ার ডালে,
রাধাচূড়ার ঘ্রাণে মাতোয়ারা হবার অপেক্ষা কেবল।
প্রাক বসন্তের শেষ কুয়াশায় বাঁকা সাদা শঙ্খ আবাস
গড়েছে নীরব ক্লান্তিতে, মাঘীয় লিলুয়া বাতাস !
২
আজ কৃষ্ণচূড়ার দিন, মায়াবতী হাওয়া বয়ে
এনেছে রাধাচূড়ার আগুন লাগা রূপের অবগাহন।
যে নির্জন অববাহিকায় চলছিলো প্রাকবসন্তের সংক্রান্তি
সেখানে আজ ছুয়ে গেছে রমনীর খোপায় শোভিত
গাঁদা ফুলের মৌতাত, শেষ কুয়াশার দিন।
শিশিরের কনা হেসেছে আজ, এনেছে প্রান
সবুজ পল্লবে, সে প্রান ছুয়ে যাক তোমাদের
নগরে, অলিতে গলিতে বা বাসস্টপেজে অপেক্ষমান কোন
প্রেমিকার উত্ফুল্ল হাসিতে, বাসন্তী শাড়ীর লাল পাড়ে!
৩
চৈতালি এক হাওয়া এসে কানে কানে বলে যায়
তুমি আছো দাঁড়ায় সে সবুজ মাঠের নৈরিতে।
লালচে সূর্যের এক চুপ দুপুরে খুব করে কাজল দিয়েছ
বাঁকা করে ঐ তোমার নয়ন কোনে।
রেশমি চুড়ির গাঁ ছুয়ে যায়, দোল দিয়ে
বাতাস হাসে সরু নিক্কন হাসিতে।
আমি অবাক চোখে চেয়ে দেখি তোমার
নাকফুলের পাশে জমে থাকা ঘাম বিন্দু।
সূর্য কিরণ খেলছে সেথা, বিকিরন করে
তোমার রূপের শুধা গড়েছে সেকি সিন্ধু!
কান পেতে রই চৈতালি হাওয়ার আশায়,
সে আসবে বলেছে নিয়ে তোমার প্রেমের বারতা।
৪
নীল, খুব নীল কোন খামে করে সে চিঠি পাঠাতো,
নীল বাতির কোন লণ্ঠনের আলোতে সেই
চিঠি পড়ে লাজে কুটিকুটি হতো এক নীলাবতী।
আকাশের পানে এক দৃষ্টিতে ঠায় দাঁড়িয়ে থাকা আকাশমুনি জানে টিয়া পাখির ঠিকানা,
নীলাবতীর নীল খাম জানে ভালবাসার পথ।
আকাশমুনির ডালে টিয়ে আসে পঞ্চম প্রহরে, আবারো চিঠি যায়...
নীলাবতী নীলাম্বর মেঘের দিকে তাকিয়ে দেখে নীল কোন উড়ো খাম!
৫
আমি নিশ্চিত সেই বার্তা বাহকের কোন গোপন প্রেমিকা ছিলোনা।
অনুগত পায়রার মত সেও লেটার বক্সে নিয়মিত চিঠি রেখে এসেছে।
রাস্তার মোড়ে কালো টুপির লাল লেটার বক্স থেকে প্রতি বৃহস্পতিবারে
একটি করে চিঠি তার প্রাপকের ঠিকানা খুঁজে পায়নি।
তোমাকে লেখা বাহান্নটি প্রেমের চিঠির মাঝে নয়টি চিঠি দিয়ে লেটার বক্স উদরপূর্তি করেছে!
কেউ দেখেনি, আমিও না। অনুগত বার্তাবাহকেরও জানবার কথা নয়।
নয়টি চিঠির বদলে কি তুমি নয়টি লাল গোলাপ পেয়েছিলে? নিশ্চই কাঁটা ফুটেছিল হাতে?
বোকা লেটার বক্স কাঁটা ছাড়িয়ে ফুল পাঠাতে ভুলে গিয়েছিল।
কিভাবে বুঝলাম? তোমার হাত থেকে ঝরে যাওয়া দুফোঁটা রক্তের আওয়াজ কানে লেগেছিল!
৬
সে এসেছিলো নির্জন কোন রাত্রি বিলাসের
মাঝপথে সুহৃদ কোন নক্ষত্র রেখার ওপাশ থেকে।
তার প্রতিটি পদক্ষেপে ছিল প্রেমময় ঝোঁক,
প্রতিটি নিঃশ্বাসে সে ভরে দিয়েছিল উষ্ণ ভালবাসে
কিছু বাসনার বীজ, অঙ্কুরিত হবার অপেক্ষায় থাকা
খুব করে বেচে থাকার আশা, জীবন উপভোগ।
সেই থেকে আমি প্রতি রাতে তোমার অপেক্ষায়
রাত্রি বিলাসের সবটুকু সময় তুলে দেই তোমার হাতে।
তোমার ঘ্রাণ, আনকোরা কথায় ভুলে থাকা
আর একটু অভিমানের হাসিতে খুঁজে পাওয়া
জীবনের, হৃদয়ের প্রতিটি চাপের মানে।
কখনো তোমার কাঁধে মাথা রেখে বা নিঃশ্বাস ফেলে!
৭
আমার মনের দখিন জানালা খুলে যায়
কোন এক ফাল্গুনের প্রেমাকার মধ্য দুপুরে।
সে জানালায় প্রেম এসে উকি দেয়
চোখে নিয়ে ভালবাসা,
আমি তারে হাত বাড়িয়ে ছুঁতে চাই
আমরন সুখ আশা।
৮
বালিকা তোমার মনের খবর ছড়ায়না বেতার তারে
অলস দুপুরে, ক্লান্ত নুপুরে নিক্কন করে,
উড়ে যায় সাদা ভেলায় ভুলের খাজনা
প্রজা বেশে আজ দাড়িয়ে থাকি রিক্ত দুহাত তুলে,
যা ছিলো মোর মনের আঙ্গিনায় দিলাম সকলি সাঁঝে।
মনের ভেতরে আজ মন নেই তাই,
ব্যাথিত বেদন বুঝিনা বৃথাই।
বালিকা তোমার মনের খবর শুনিনি, কারন
সে ছড়ায়না বেতার তারে।
৯
বালিকা চুল শুকাতে যেওনা আজ উঠোন কোণে,
তাতে বাউন্ডুলে যুবকের হৃদকম্পন বেড়ে যায় ভরদুপুরে!
১০
রাত বাড়ে আর বেড়ে যায় দুটো নক্ষত্রের দূরত্ব এই কাল স্থানাংকে,
তুমি আর আমি কি কেবলই নক্ষত্র ছিলাম?
রাত বাড়ে আর কমে আসে তোমার আমার জীবনের আয়ু,
দূরত্ব কমে আসে সেই নক্ষত্র দুটির, ওপারের কাল স্থানাংকে।
১১
আমার নির্ঘুম চোখের পাতায়
তন্দ্রাচ্ছন্ন ছায়াবাদী চন্দ্র কুহকের আবাস।
-----------------------------------------------------------------
দেখতে দেখতেই একটা বছর চলে গেলো।
২০১১ সালের এই দিনে হঠাৎ মাঝ রাতে ঘুম ভেঙ্গে যাওয়ার পর কি মনে করে সামহয়ারইন ব্লগ এ একটা একাউন্ট খুলে ফেলি। ব্লগ আমার কাছে তারো অনেক আগে থেকেই পরিচিত ছিল। তখন কেবল পড়তাম। রেজিস্ট্রেশন করার পর থেকে নিজেও লেখা শুরু করে দিলাম। লেখালেখির শখ অনেক আগে থেকেই ছিল, কিন্তু ব্লগিং এর পর থেকে সেটা আরো ভাবে শুরু হয়।
এই ব্লগ থেকে অনেক বন্ধু পেয়েছি, কাটিয়েছি বেশ কিছু ভালো সময় তাদের কল্যাণে। গতবছর বসন্তে যেমন শুরু করেছিলাম, তেনি করে এই বসন্তেও আবার নতুন করে শুরু করতে চাই সহব্লগারদের সাথে নিয়ে পথচলা। যারা এই একটা বছর সাথে ছিলেন,আমার ব্লগ পড়েছেন, কমেন্ট করে উৎসাহ দিয়েছেন, আগামীতে যারা পড়বেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে।
আজ ব্লগমেট অচিন রূপকথারও ব্লগ বর্ষপূর্তি আজ দুপুরে দেখে অবাক হয়েছিলাম যে, দুজন একই দিনে ব্লগিং শুরু করেছিলাম
অভিনন্দন রূপকথাকে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।