আমাদের কথা খুঁজে নিন

   

চরম একটা পোষ্ট, পড়ে অন্তত ৩ মিনিট হাসলাম। লেখকের নাম জানা নেই। (একটা পেইজে পাওয়া এই লেখাটা সরাসরি কপি পেস্ট করলাম।)

এক রাখাল বালক এক বিকেলে মাঠে তার পশুগুলো চরাচ্ছিল। হঠাৎ তার মাঠের পাশে একটা দামী ব্র্যান্ডের গাড়ি এসে থামল। এক মাইকেল তরুণ নামল গাড়ি থেকে। Brioni suit পরা, চোখে RayBan সানগ্লাস, সঙে YSL টাই। তরুণটি এসে রাখালকে বলল, ' আমি যদি তোমাকে বলতে পারি, এই মাঠে তোমার কয়টা ছাগল আর ছাগলের বাচ্চা চরছে, তুমি আমাকে একটা বাচ্চা দেবে?' রাখাল ৫ সেকেন্ড সময় নিল, ' ঠিক আছে।

' অনুমতি পেয়ে তরুণটি তারপর তার Dell laptop খুলল। সেটির সঙে Cingular RAZR V3 কানেক্ট করল। তারপর NASA page ব্রাউজ করল। এরপর সে GPS Satelite- এ কানেক্ট হল, যাতে সে কোখায় আছে সে জায়গাটা Locate করতে পারে। এবার সে পুরো এলাকাটা NASA Satelite দিয়ে scan করে ফটো তুলল।

এরপর সে ফটোটা Adobi photoshop- এ ওপেন করল এবং জার্মানির হামবুর্গে পাঠাল। কয়েক সেকেন্ডের মধ্যে রে একটা মেইল পেল। এরপর সে ডাটাটা OBDC কানেক্টের মাধ্যমে MS-SQL- এ নিয়ে তার Iphone- এ open করল। তার কয়েক মিনিট পর সে result পেল। যেটা se HP Laserjet printer দিয়ে print করল আর রাখালকে বলল,' তোমার ১৫৮৬টা ছাগল আর বাচ্চা আছে।

' রাখাল বলল,' ঠিক কইছেন। ' শর্তমতে তরুণটি মাঠ থেকে বেছে রাখালের একটা বাচ্চা নিল। রাখালটি বলল,' আমি যদি কইতে পারি আপনার আব্বা কি কাম করে, আমারে আমার বাছুর ফিরায় দিবেন?' তরুণটি একটু ভেবে বলল, অবশ্যই। রাখাল বলল,' আপনার আব্বা একজন মণ্ত্রী। ' ' তুমি কিভাবে বললে এটা?' অবাক হলো তরুণটি।

' খুবই সহজ। এইখানে আপনারে কেউ ডাকে নাই। নিজে নিজে এমন একটা প্রশ্নের উত্তর দিতে আইছেন, আমি যেটা জিগাই নাই। হাজার হাজার টাকা খরচ করছেন ঐ উত্তর জানতে। আসলে আমারে দেখাইতে চাইছেন আপনি কত বড় সাহেবের পোলা।

সবচেয়ে বড় যেটা, আপনারা গরিব রাখালদের জীবনযাপন আর তাদের পশুর ব্যাপারে কিছুই জানেন না। ছাগল না এইডা ভেড়ার পাল, আর এখন আমার পোষা কুত্তাটা ফেরত দেন। এইডা দিয়ে ভেড়াগুলা খেদাই বাড়িত নিমু। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।